রিলায়েন্স জিওর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে টেলিকম সংস্থা গুলির মধ্যে। দেশে এই মুহূর্তে অন্যতম বড় এবং জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই সংস্থার। মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বিভিন্ন প্ল্যান (Recharge Plan) দেওয়ায় জিওর জনপ্রিয়তাও বেশি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই নানান সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে থাকে জিও। এই কারণেই আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে।
গ্রাহকদের কথা চিন্তা করে জিও প্রায়ই নানান রিচার্ড প্ল্যান নিয়ে আসতে থাকে। বিভিন্ন মানের এই প্ল্যান গুলিতে নানান আকর্ষণীয় সুবিধাও পাওয়া যায়। এবার ফের জিওর তরফে একটি ধামাকা প্ল্যান আনা হয়েছে। দৈনিক মাত্র ৮ টাকা দিয়ে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে ১০০ টি এসএমএসও পাওয়া যাবে।
এই রিচার্জ প্ল্যানটি হল ৭৪৯ টাকার। অর্থাৎ ৭৪৯ টাকা দিয়ে এই রিচার্জ প্ল্যানটি নিলে দৈনিক ২ জিবি করে ৫জি ডেটা, আনলিমিটেড কলিং এর সঙ্গে পাওয়া যাবে দৈনিক ১০০ টি করে এসএমএস। অর্থাৎ ৯০ দিনের এই রিচার্জ প্ল্যানে ১৮০ জিবি ডেটা মোট পাওয়া যাবে। পাশাপাশি বিনামূল্যে পাওয়া যাবে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এর মতো পরিষেবাও।
বিভিন্ন মানের এবং বিভিন্ন সুবিধা যুক্ত এই রিচার্জ প্ল্যানগুলির জন্যই রিলায়েন্স জিওর জনপ্রিয়তা গ্রাহকদের মধ্যে বেশি। বর্তমানে বহু মানুষ ৪জি ছেড়ে ৫জি ডেটার দিকে ঝুঁকছে। জিও নিজের গ্রাহকদের বিনামূল্যে দিচ্ছে ৫জি ডেটা। অন্যান্য সংস্থাগুলিও ৫জি ডেটা দিলেও জিও জনপ্রিয়তায় উপরে উঠে আসছে। প্রিপেড এবং পোস্টপেড, দু রকমের পরিষেবা প্রদান করে থাকে জিও প্রিপেড এবং পোস্টপেড। প্রিপেড প্ল্যানে আগে রিচার্জ করিয়ে তারপর উপভোগ করা যায় পরিষেবা। পোস্টপেডের ক্ষেত্রেও বেশ কিছু প্ল্যান রয়েছে রয়েছে জিওর। এর মধ্যে যদি সস্তা কোনো প্ল্যান খুঁজে থাকেন তাহলে জিওর পোর্টফোলিওতে বেশ কিছু অপশন পাওয়া যাবে। ২৯৯ টাকায় সবথেকে সস্তা প্ল্যান রয়েছে জিও পোস্টপেডের।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases