Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio AirFiber: অর্ধেক খরচে ইনস্টলেশন চার্জ, এয়ারফাইবারের জন্য নতুন রিচার্জ প্ল্যান আনল Jio

Updated :  Monday, May 27, 2024 6:32 PM

ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান দখল করে রেখেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। মুকেশ অম্বানির সংস্থা দেশজুড়ে বহু গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বর্তমানে। খুব কম সময়ের মধ্যেই তাবড় নামীদামী টেলিকম সংস্থাকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এসেছে জিও। ডিজিটালাইজেশন এর যুগে সবথেকে কম দামে ইন্টারনেট সহজলভ্য করে দিয়েই গ্রাহকদের মন জিতে নেয় রিলায়েন্স জিও।

বর্তমানে বিভিন্ন মোবাইল রিচার্জ প্ল্যানের পাশাপাশি ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবাও দিচ্ছে জিও। জিও এয়ারফাইবারকে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবার বড় সিদ্ধান্ত নিল সংস্থা। ইনস্টলেশন চার্জ কমানোর সঙ্গে সঙ্গে রিচার্জ প্ল্যানের দামও কমানো হয়েছে জিও এয়ারফাইবারের। সম্প্রতি জিও এয়ারফাইবারের তিন মাস এবং ছয় মাসের রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সংস্থার তরফে।

৬ মাস এবং ১২ মাসের ভ্যালিডিটির পর এবার ৩ মাসের জন্য রিচার্জ প্ল্যান লঞ্চ করা হল জিওর তরফে। ৫৯৯ টাকার প্ল্যানটিতে ইন্টারনেট স্পিড দেওয়া হয়েছে ৩০ এমবিপিএস। এর জন্য একবারে তিন মাসের সাবস্ক্রিপশন নিতে হবে ২১২১ টাকা দিয়ে। ১০০০ জিবি ডেটার পাশাপাশি এই প্ল্যানে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টার, জি ফাইভ, সোনি লিভ, জিও সিনেমার মতো ১২ টিরও বেশি ওটিটি সাবস্ক্রিপশন। যারা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম এর সাবস্ক্রিপশন চান তাদের নিতে হবে ৮৮৮ টাকার প্ল্যানটি। ৬ মাস এবং ১২ মাসের প্ল্যানে পাওয়া যাবে এই দুটি ওটিটি প্ল্যাটফর্ম। সঙ্গে ৫৫০ টিরও বেশি টিভি চ্যানেলও পাওয়া যাবে।

১০০ এমবিপিএস স্পিডের জন্য ৮৯৯ টাকা এবং ১১৯৯ টাকার প্ল্যান নিতে হবে। সেক্ষেত্রে ৮৯৯ টাকার জন্য খরচ করতে হবে ৩১৮৩ টাকা আর ১১৯৯ টাকার প্ল্যানের জন্য খরচ করতে হবে ৪২৪৪ টাকা। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ৩ মাস। এই প্ল্যানে পাওয়া যাবে ১ টিবি ডেটা এবং বেশ কিছু ওটিটি সাবস্ক্রিপশন। ১১৯৯ টাকার প্ল্যানে থাকছে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম লাইট এর সাবস্ক্রিপশনও। উপরন্তু বর্তমানে ১০০০ টাকার বদলে ইনস্টলেশন চার্জ হিসেবে দিতে হবে মাত্র ৫০০ টাকা।