Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৫ জিবি ডেটা, ২০০ টাকার কমে সস্তার প্ল্যান আনল Jio

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবং মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। রিলায়েন্স জিও কে নিজের আধিপত্য মার্কেটে বাঁচিয়ে রাখতে হবে। অন্যদিকে বিএসএনএল কে মার্কেটে টিকে থাকার জন্য…

Avatar

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবং মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। রিলায়েন্স জিও কে নিজের আধিপত্য মার্কেটে বাঁচিয়ে রাখতে হবে। অন্যদিকে বিএসএনএল কে মার্কেটে টিকে থাকার জন্য জনপ্রিয়তা বৃদ্ধি করতে হবে। এই কারণে দুটি কোম্পানি লঞ্চ করে দিয়েছে একেবারে সস্তা মূল্যের পোস্টপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যান এর মূল্য ১৯৯ টাকা এবং দুটি কোম্পানির প্ল্যান একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসুন দেখে নেওয়া যাক কোন কোম্পানি সবথেকে ভালো ডাটা প্ল্যান অফার করে।

দুটি কোম্পানির ডেটা প্লানে ২৫ জিবি ইন্টারনেট এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পেয়ে যাচ্ছেন আপনারা। তবে জিওর প্লেনের সঙ্গে আপনাকে অফার করা হচ্ছে জিও থেকে জিও আনলিমিটেড কলিং এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা করে চার্জ। এর সঙ্গে অফার করা হচ্ছে ২৫ জিবি ইন্টার্নেট, এবং ১০০ টি করে এসএমএস। তবে এখানে আপনারা কোন রকম ডেটা রোলওভার এর অপশন পাবেন না। যদি আপনার সম্পূর্ণ ডাটা শেষ হয়ে যায় তাহলে আগামী ৫০০ জিবি ডেটা ব্যবহারের জন্য আপনাকে প্রতি জিবিতে ২০ পয়সা করে পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনারা পাবেন জিও অ্যাপ্লিকেশন এর সম্পূর্ণ এক্সেস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে যদি বিএসএনএল এর প্ল্যান গ্রহণ করেন তাহলে বিএসএনএল নেটওয়ার্ক এ আপনি পাবেন সম্পূর্ণ আনলিমিটেড কলিং সুবিধা। সাথে, অন্য নেটওয়ার্কে কল করার জন্য আপনাকে দেওয়া হবে ৩০০ মিনিট। এছাড়াও অফার করা হচ্ছে ডাটা রোলওভার অপশন। ১০০ টি এসএমএস এবং ৭৫ জিবি রোলওভার ডেটার সঙ্গে আপনাকে দেওয়া হবে ২৫ জিবি ইন্টারনেট ডেটা।

দুটি কোম্পানির প্ল্যান একেবারেই একই রকম। তবে বিএসএনএলের প্লানে আপনি কিছু অতিরিক্ত বেনিফিট পেতে চলেছেন যেমন অন্য নেটওয়ার্কে কল করার জন্য বিনামূল্যে মিনিট এবং ডাটা রোলওভার অপশন। তাই যদি, ২০০ টাকার কমে পোস্ট পেইড প্লান গ্রহণ করতে চান তাহলে বিএসএনএল জিওর থেকে ভাল অপশন।

About Author