Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Reliance Jio: দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে বিনামূল্যে একগুচ্ছ সুবিধা, গ্রাহকদের জন্য বাম্পার প্ল্যান আনল Jio

প্রতিদিনের কাজের সঙ্গে অপরিহার্য ভাবে জুড়ে গিয়েছে মোবাইল ফোন। ফোন কল, এসএমএস এর পাশাপাশি ইন্টারনেট ছাড়াও এখন জীবন কাটানো সম্ভব নয়। বিভিন্ন দরকারে উঠতে বসতে দরকার হয় ইন্টারনেটের। তাই সময়…

Avatar

By

প্রতিদিনের কাজের সঙ্গে অপরিহার্য ভাবে জুড়ে গিয়েছে মোবাইল ফোন। ফোন কল, এসএমএস এর পাশাপাশি ইন্টারনেট ছাড়াও এখন জীবন কাটানো সম্ভব নয়। বিভিন্ন দরকারে উঠতে বসতে দরকার হয় ইন্টারনেটের। তাই সময় থাকতে ফোনে রিচার্জ করিয়ে রাখাটাও খুব জরুরি। দেশের এই মুহূর্তে অন্যতম বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এক্ষেত্রে গ্রাহকদের অনেক ধরণের অপশন দিয়ে থাকে। কয়েক মাস থেকে শুরু করে এক বছরের রিচার্জ প্ল্যানও উপলব্ধ রয়েছে জিওর।

অনেকে যেমন এক মাস, দু মাস বা তিন মাসের রিচার্জ করান, তেমনি অনেকে এক বছরের জন্যও রিচার্জ করিয়ে রাখেন। জিওর এমনই কিছু ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলিতে কেমন সুবিধা পাওয়া যায় তা রইল এই প্রতিবেদনে। এই প্ল্যান গুলিতে দৈনন্দিন ডেটা ছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনন্দিন এসএমএস সহ আরো অনেক সুবিধা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জিওর ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। এতে পেয়ে যাবেন দৈনিক ২.৫ জিবি ডেটা। হাই স্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেটের গতি থাকে ৬৪ kbps পর্যন্ত। এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনন্দিন ১০০ টি এসএমএস ছাড়াও জিও অ্যাপে বিনামূল্যে পরিষেবা। জিওর ৩,২২৭ টাকার প্ল্যানে দৈনন্দিন ২ জিবি মিলিয়ে মোট ৭৩০ জিবি ডেটা পাওয়া যায়। অন্য প্ল্যান গুলির মতো এতেও আনলিমিটেড ভয়েস কলিং, দৈনন্দিন ১০০ টি এসএমএস থাকছে। এছাড়াও জিও অ্যাপে বিনামূল্যে পরিষেবা এবং এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে বিনামূল্যে।

জিওর ৪,৪৯৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ২ জিবি করে মোট ৭৩০ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনন্দিন ১০০ টি এসএমএস এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল সাবস্ক্রিপশন, ডিজনি প্লাস হটস্টার এর এক বছরের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায় বিনামূল্যে।

About Author