সোশ্যালে দেওরদের সঙ্গে দুষ্টুমি ঝুমা বউদির, মুহূর্তে ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে নেট দুনিয়া কাপাতে সিদ্ধহস্ত আপনার ঝুমা বউদি। হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' দিয়েই মোনালিসাকে সবাই বেশি করে চেনেন। স্বস্তিকার পরে মোনালিসা ঝুমা বউদির…
ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে নেট দুনিয়া কাপাতে সিদ্ধহস্ত আপনার ঝুমা বউদি। হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ দিয়েই মোনালিসাকে সবাই বেশি করে চেনেন। স্বস্তিকার পরে মোনালিসা ঝুমা বউদির চরিত্রে অভিনয় করেন। চোখের ইশারায় দেওরদের রাতের ঘুম ওড়াতে ওস্তাদ ঝুমা বউদি। নাভির একদম নিচে শাড়ি পরে কোমর দুলিয়ে হাঁটে ঝুমা বউদি। ব্যাস, যবে থেকে হইচই প্ল্যাটফর্মে ঝুমা বউদির দেখা মিলল তবে থেকেই মোনালিসার ক্রেজ বাড়তে থাকল।কখনো বাথটবে শরীর এলিয়ে স্নান করছেন, তো কখনো স্বামীর সঙ্গে নাচ করছেন তো কখনো হট প্যান্ট পরে শরীরে হিল্লোল তুলছেন।কিছুদিন আগেই নিজের বাথটবে ফেনা ওঠানো ছবি পোস্ট করে নেট দুনিয়া কাপিয়েছিলেন অভিনেত্রী। লকডাউনে ঘরবন্দী থেকেও যে কীভাবে উষ্ণতার পারদ বাড়ানো যায় তা ঝুমা বউদিকে না দেখলে ফিল করাই যাবে না।
এবারে, আরেকটি ভিডিও পোস্ট করে ঝুমা বউদি সাফ জানিয়ে দিল, হ্যাঁ আমি একটু দুস্তু……সে একশো বার দুষ্টু হতে হবে বউদিকে। বউদি দুষ্টু না হলে দেওরদের সঙ্গে ভাব জমবে কি করে?