Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে বন্ধ গাড়ি, পথে হেঁটেই ঝাড়খন্ড থেকে নদীয়ায় ফিরলেন এই বয়স্ক বৃদ্ধ

মলয় দে নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর শহরের গ্যাস গোডাউনের মোড়ে, গতকাল সন্ধ্যা আটটা নাগাদ সুদূর ঝাড়খন্ড থেকে আগত পরিচয়পত্র ছাড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়…

Avatar

মলয় দে নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর শহরের গ্যাস গোডাউনের মোড়ে, গতকাল সন্ধ্যা আটটা নাগাদ সুদূর ঝাড়খন্ড থেকে আগত পরিচয়পত্র ছাড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয় তাকে কেন্দ্র করে। সহৃদয় এলাকাবাসী খাবার, জল প্রাথমিকভাবে দিলেও, দুশ্চিন্তায় ছিলেন তার চেহারা, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে।

ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ক্রমাগত, তারই মাঝে লকডাউনের কারণে কোন যানবাহন পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে যাওয়ার জন্য। শান্তিপুর থানা, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল , স্থানীয় কাউন্সিলর এক এক করে সব রাস্তা বন্ধ হয়ে অবশেষে সংবাদকর্মীদের তলব। এটুকুই ছিল খবর, কিন্তু সেটা পেরিয়েও বিভিন্ন উচ্চ পর্যায়ের সহযোগিতায় মিললো পুলিশের গাড়ি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাতেও সুরাহা হলো না, আগত ব্যক্তিটির স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় কেউই, সেক্ষেত্রে পুলিশকর্মী সুরক্ষিত কি করে থাকবেন একই গাড়িতে। অগত্যা দু কিলোমিটার দূরত্বের একটি হসপিটাল এর দিকে রওনা করানো হয় ওই ব্যাক্তিটিকে। অবশেষে রাত তখন বারোটা, শান্তিপুর পৌরসভার একটি অ্যাম্বুলেন্স এসে মাঝপথ থেকে তাকে তুলে নিয়ে শান্তিপুর হাসপাতালে পৌঁছে দেয়। এই সবটাই শুধুমাত্র মানবিক কারনে। সাংবাদিকতা মানবিকতা ব্যতিত কিছু নয়।

About Author