Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তারক মেহতার শো ছেড়ে দেওয়া নিয়ে ইমোশনাল জেঠালাল, ইঙ্গিতবহ মন্তব্য করলেন দিলীপ জোশি

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো 'তারক মেহতা কা উল্টা চশমা' ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে…

Avatar

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। জেঠালাল, ববিতা জি, কোমল আন্টি, বাবুজি, তারক মেহেতা প্রত্যেকেই এই ধারাবাহিকের জান। তাঁদের অসাধারণ সুন্দর অভিনয় এবং নিজেদের চরিত্রের প্রতি ভালোবাসা আজকে এই সিরিয়ালটিকে এত সাফল্যমন্ডিত করে তুলেছে। জেঠালালের এক্সপ্রেশনের ফ্যান যেমন সকলেই, ঠিক তেমনই অনেক দর্শকই ববিতা জি ওরফে মুনমুন দত্তের সৌন্দর্যে ক্লিন বোল্ড হয়ে যান। তবে দীর্ঘদিন এক থাকার পরও সম্প্রতি ব্যাপক পরিবর্তন হতে শুরু করেছে এই টিভি সিরিয়ালের স্টার কাস্টের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি দয়া ভাবি বা দিশা ভাকানী শোতে ফিরবেন নাকি সেই আলোচনার মাঝেই শো ছেড়েছেন তারক মেহেতা চরিত্রে অভিনয় করা শৈলেশ লোধা। এই নিয়ে ইন্টারনেটের ব্যাপক আলোচনা চলছে। তিনি যেহেতু এই সিরিয়ালের প্রধান চরিত্র এবং প্রাণ ছিলেন তাই অনেক পুরনো ফ্যানরা ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারছেন না। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন জেঠালাল চরিত্রে অভিনয় করা দিলীপ জোশি। ঠিক কি বললেন তিনি? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

তারক মেহতার শো ছেড়ে দেওয়া নিয়ে ইমোশনাল জেঠালাল, ইঙ্গিতবহ মন্তব্য করলেন দিলীপ জোশি

দিলীপ জোশি সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন যে শৈলেশ লোধার শো ছেড়ে দেওয়া নিয়ে তিনি অফিসিয়ালি কোনো বক্তব্য রাখতে পারেন না। এটি সম্পূর্ণভাবে প্রডিউসার এবং তারকার মধ্যে কথাবার্তা। তবে শৈলেশ লোধা, সহকর্মীর পাশাপাশি খুব ভালো বন্ধু বলে জানিয়েছেন দিলীপ জোশি। তিনি এও বলেছেন যে ভবিষ্যতে এই সিরিয়ালের তারকারা যেই হোক না কেন তারক মেহেতা সিরিয়াল বছরের পর বছর চলতে থাকবে। ইঙ্গিতে তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন কিছুদিন বাদে যদি তিনি নিজেও এই শো ছেড়ে দেন, তাহলেও ভবিষ্যতে চলতে থাকবে তারক মেহতা কা উলটা চশমা।

About Author