JEE Main 2020 : জয়েন্ট এন্ট্রাসের রেজাল্ট প্রকাশ, ক্লিক করুন

Advertisement

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানুয়ারীর JEE মেইন ২০২০ এর ফলাফল প্রকাশ করেছে। এই ফলাফল এবং স্কোরকার্ড এখন অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.ac.in পাওয়া যাবে। JEE মেইন ২০২০ এর ফলাফল যাচাইয়ের জন্য সরাসরি লিঙ্ক।

Advertisement

সরাসরি রেজাল্ট দেখতে (CLICK HERE )

সরকারী তফসিল অনুসারে, JEE মেইন ২০২০ জানুয়ারির পরীক্ষার ফলাফল ৩১ জানুয়ারী, ২০২০ তে প্রকাশের কথা ছিল। গত বছর এনটিএ জানুয়ারির Answer key সম্পর্কিত অভিযোগ জানানোর দু’দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছিল। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে JEE অ্যাডভান্সড কাট অফ কেবল JEE মেইন ২০২০ এপ্রিল পরীক্ষার পরেই ঘোষণা করা হবে।

Advertisement

আরও পড়ুন : ২০২৫ সালের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান

Advertisement

JEE মেইন ২০২০ এর র‍্যাংকের ভিত্তিতে JEE অ্যাডভান্সড ২০২০ এর জন্য সবমিলিয়ে প্রায় ২.৫ লক্ষ শিক্ষার্থীদের শর্টলিস্ট করা হবে। তবে এই সংখ্যার পরিবর্তন হতে পারে। শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে JEE মেইন জানুয়ারী এবং JEE মেইন এপ্রিলের এর স্কোর মিলিয়ে ভালো স্কোর করে তবেই তারা JEE মেইন ২০২০ তে র‍্যাংক করতে পারবে।