Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিরছে ৮০-র দশকের এই জনপ্রিয় বাইক, পাত্তা পাবে না Hyundai, Royal Enfield

বাইক প্রেমীদের মধ্যে Hyundai, Royal Enfield, Hero, Bajaj-এর বাইক নিয়ে উন্মাদনার শেষ নেই। চেকোস্লোভাকিয়ার বাইক নির্মাতা প্রতিষ্ঠান Jawa Yezdi সিরিজের ৭টি মডেল বাজারে লঞ্চ করেছে। ৩৩৪ সিসি ইঞ্জিনের এই বাইকগুলি…

Avatar

বাইক প্রেমীদের মধ্যে Hyundai, Royal Enfield, Hero, Bajaj-এর বাইক নিয়ে উন্মাদনার শেষ নেই। চেকোস্লোভাকিয়ার বাইক নির্মাতা প্রতিষ্ঠান Jawa Yezdi সিরিজের ৭টি মডেল বাজারে লঞ্চ করেছে। ৩৩৪ সিসি ইঞ্জিনের এই বাইকগুলি রয়্যাল এনফিল্ডের বুলেট ক্লাসিক ৩৫০ এর সাথে প্রতিযোগিতা করবে। Jawa এই বাইকগুলিকে স্যাক্রেড ট্র্যাডিশন নামে পরিচয় করিয়ে দিয়েছে। জাভার এই বাইকগুলোর দাম শুরু হচ্ছে ২.০৬ লাখ টাকা থেকে।

Yezdi সিরিজের ৭টি নতুন মডেল বাজারে লঞ্চ হয়েছে। সবচেয়ে সস্তা বাইক হল ইয়েজদি রোডস্টার, যার দাম শুরু ২.০৬ লক্ষ থেকে। সবচেয়ে দামি মডেল ইয়েজদি অ্যাডভেঞ্চার। এর দাম শুরু ২.২০ লক্ষ থেকে। এই মডেলের বাইকগুলোর মধ্যে রয়েছে ৩টি ক্রুজার, ১টি অ্যাডভেঞ্চার ট্যুরার এবং ১টি অফ রোড। এ ছাড়া ইয়েজদি রোডকিং, ইয়েজদি স্ক্র্যাম্বলারও প্রদর্শিত হয়েছে। সব বাইকই চলে পেট্রোল ইঞ্জিনে। ইয়েজদি রোডমাস্টারের দামের রেঞ্জ ২.০৬ থেকে ২.১৩ লক্ষ টাকা। বাইকটির মাইলেজ ২৮.৫৩ কিমি প্রতি লিটার। মডেলটি ৩৩৪ সিসি ইঞ্জিনের সাথে উপলব্ধ। ইয়েজদি রোডমাস্টার ২৯.৭ পিএস (অশ্বশক্তি) উত্পাদন করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইয়েজদি অ্যাডভেঞ্চারের দাম ২.১৬ থেকে শুরু হয়ে ২.২০ লক্ষ টাকা পর্যন্ত যায়। ৩৩৪ সিসি ইঞ্জিনের এই মডেলটি বাজারে আনা হয়েছে। এই ভ্যারিয়েন্টটি ৩০.২ পিএস (অশ্বশক্তি) এর শক্তি দেয়। এর গড় গতি ৩৩.০৭ কিমি প্রতি লিটার। সবচেয়ে বিলাসবহুল যে বাইকপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তা হল ইয়েজদি স্ক্র্যাম্বলার, দাম শুরু হচ্ছে ২.১২-২.১৬ লক্ষ থেকে৷ এগুলি পেট্রোল ভেরিয়েন্টে পাওয়া যায়, এছাড়াও এই ৩৩৪ সিসি ইঞ্জিনের সাথে জাওয়া এটি চালু করেছে। স্ক্র্যাম্বলারের শক্তি ২৯.১ পিএস (অশ্বশক্তি)। গড় গতির কথা বললে তা ৩২.০৪ কিমি প্রতি লিটার।

Jawa 42 & Yezdi Roadster get new colour variants: Priced from Rs 1.95 lakh - Bike News | The Financial Express

ইয়েজদির রোডকিংয়ের দাম ২.৬০ লাখ থেকে শুরু হয়, বছরের শেষের দিকে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ইয়েজদির পেরাক মডেলের কথা বললে, এটি কালো রঙে বাইকারদের রক করার জন্য প্রস্তুত। ইয়েজদির ৪২ টি ববার বাইকের দাম শুরু হচ্ছে ২.২৭ লক্ষ টাকা থেকে। মাইলেজ প্রতি লিটারে ৩০ কিমি। সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৪২ ববার বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি ৩৩৪ সিসি। ইয়েজদি ৪২ বাইকটি গাঢ় কমলা রঙে লঞ্চ করেছে সংস্থা।

About Author