কিভাবে পথ চলা শুরু জসপ্রিত বুমরার

Advertisement

Advertisement

জসপ্রিত বুমরাহ আহমেদাবাদের একটি ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বড় হয়েছেন। তার যখন সাত বছর বয়স তখন বাবা মারা যান। তাকে এবং দিদিকে তার মা প্রতিপালন করেন। বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। বুমরাহর মা একজন স্কুল শিক্ষক যিনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তার সন্তানদের বড়ো করে তুলেছেন এবং পরবর্তীকালে তিনি একটি স্কুলের অধ্যক্ষ হন।

Advertisement

২০১৩ সালে গুজরাট ও মুম্বইয়ের মধ্যে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে তৎকালীন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ও ভারতের প্রাক্তন কোচ জন রাইটের নজরে আসেন বুমরাহ। ১৮ বছর বয়সে সবেমাত্র রাজ্যস্তরে ম্যাচ খেলা শুরু করেছেন তখন মুম্বই ইন্ডিয়ান্সের থেকে তাকে বেঙ্গালুরুতে দলে যোগ দেওয়ার জন্য ফোন করা হয়। বুমরাহ বলেন, “আমি যখন ব্যাঙ্গালোর এসেছিলাম তখন আমার কাছে কেবলমাত্র গুজরাট দলের জার্সিটা ছিল। মুম্বই ইন্ডিয়ান্স দলে আগে কেউ আমাকে দেখেনি। আমাকে বল করতে বলা হয়েছিল। চিন্নস্বামীর পিচ, তারপর উইকেটে প্রচুর ঘাস ছিল এবং প্রচুর পেস ছিল। আমি শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং সহ সকলকে বল করেছিলাম”। এরপর বুমরাহকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

Advertisement

আরও পড়ুন : শ্রীলঙ্কার বিপক্ষে নতুন হেয়ার স্টাইলে বিরাট কোহলি, দেখুন সেই ছবি

Advertisement

২০১৬ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে শামির চোটের কারণে অপ্রত্যাশিতভাবে বুমরাহের ভারতীয় দলে অভিষেক হয়। দিল্লি থেকে বিমানে দুটো মুভি দেখে সিডনি পৌঁছান তিনি। নিশ্চিত ছিলেন না যে দল তাকে খেলাবে কিনা তবে খুব খুশি ছিলেন। সকালে পৌঁছে দলের সঙ্গে বিকেলে প্র্যাকটিস সারার কথা কিন্তু বৃষ্টির জন্য সেটাও হয়ে ওঠেনি। তখন বুমরাহ ভেবেছিলেন তার আর দলের হয়ে খেলা হবে না কারণ দল ইতিমধ্যেই ৪-০ তে পিছিয়ে। এর পরের দিন সকালবেলা তাকে বলা হয় যে “তুমি ম্যাচে খেলছো”। তখন তিনি সামান্য নার্ভাস অনুভব করেছিলেন। এরপর মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের একদিনের দলে অভিষেক হয় তার এবং প্রথম আন্তর্জাতিক উইকেট হিসেবে স্টিভ স্মিথ এর উইকেট নেন বুমরাহ।

২০১৯ এ শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জসপ্রিত বুমরাহের। মাত্র এক বছর খেলে বুমরাহ এখন একজন অভিজ্ঞ টেস্ট বোলার। টেস্টে তার অনেকগুলি পাঁচ-উইকেট শিকার হয়েছে এবং সেগুলি বিদেশের বিভিন্ন দেশ যেমন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে এবং সবই তার প্রথম সফরে। এশিয়ার আর কোনও বোলার এই দাবি করতে পারবেন না ওয়াসিম আক্রম বা ওয়াকার ইউনিসও নন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। মাত্র ১২ টি টেস্ট ম্যাচ খেলে টেস্ট ক্রমতালিকায় ৩ নম্বরে উঠে আসেন বুমরাহ। এরপর চোটের জন্য অনেক দিন মাঠের বাইরে ছিলেন এবং রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আবার শুরু করবেন তিনি।

Recent Posts