Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০ বছর হতে না হতেই ফের জাপানে ভয়াল ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.২

Updated :  Saturday, March 20, 2021 9:30 PM

জাপানে আবারও হতে চলেছে ভূমিকম্প। এমনিতে জাপান একটি ভূমিকম্প প্রবন এলাকা। এখানে মাঝে মধ্যেই আমরা ভূমিকম্পের কথা শুনতে পাই। শনিবার আবারও সেই দেশে হলো তীব্র ভূমিকম্প। এই ভূমিকম্প হয়েছিল জাপানের পূর্ব দিকে অবস্থিত মিয়াগী প্রিফ্রাকচার কোস্টে এবং এটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২।

এক মাসের মাথায় আবারো জাপানে প্রবল ভূমিকম্প অনুভূত হল। এর আগে ১৪ তারিখ জাপানের ফুকুশিমা অঞ্চলে অনুভূত হয়েছিল একটি ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারো নতুন করে ভূমিকম্প জাপানে।

সম্প্রতি, গ্রেট ইস্ট জাপান ভূমিকম্পের ১০ বছর পূর্তি হয়েছে। সেইবছর রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনার ১০ বছরের মাথায় আবারও ভূমিকম্প কাপল জাপান।

তবে শুধুমাত্র ভূমিকম্প নয় সুনামির আশঙ্কা করছেন জাপানের বিশেষজ্ঞরা। জাপানের সুনামি প্রায় ১ মিটার উচ্চতা সম্পন্ন হতে পারে। ইতিমধ্যেই কাছাকাছি থাকা শহর ওয়াতারি কে খালি করে দেওয়া হয়েছে। সকলকে অত্যন্ত দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। জানা যাচ্ছে এবারের কম্পন টোকিওতেও অনুভূত হয়েছিল।