Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিমের বাইরে আউট লুকে জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: এনার মা ভারতবর্ষের প্রথম মহিলা সুপারস্টার তাই বলিউডে অভিষেকের সময় অনেক গুঞ্জন উঠেছিল শ্রীদেবীকন্যা জাহ্নবীকে নিয়ে। তবে কোনোরকম সংশয় ছাড়াই বক্সঅফিসে সফল হয় জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। যদিও…

Avatar

কৌশিক পোল্ল্যে: এনার মা ভারতবর্ষের প্রথম মহিলা সুপারস্টার তাই বলিউডে অভিষেকের সময় অনেক গুঞ্জন উঠেছিল শ্রীদেবীকন্যা জাহ্নবীকে নিয়ে। তবে কোনোরকম সংশয় ছাড়াই বক্সঅফিসে সফল হয় জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। যদিও এই ছবিটি সচক্ষে দেখে যেতে পারেননি শ্রীদেবী।

এরপর ‘কফি উইথ করন’, ‘ফিট অ্যাপ ইউথ স্টার’, ‘বি এফ এফ ইউফ ভোগ’ প্রভৃতি টক শো এ জাহ্নবী আরও লাইমলাইটে আসেন। সম্প্রতি করন জোহরের পরিকল্পনায় অভিষেক বচ্চন, জন ইব্রাহাম, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘দোস্তানা’এর সিক্যুয়েল ‘দোস্তানা 2’ ছবি নির্মানের পরিকল্পনা চলছে। ছবির জন্য প্রযোজকদের প্রথম পছন্দ জাহ্নবী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ভাইরাল হল বিরাটের স্ত্রী অনুষ্কার ছবি, জল্পনা শুরু

এসবের মধ্যেই নিজেকে ফিট রাখার জন্য ব্যস্ত শিডিউল থেকে জিমের জন্য সময় বের করেছেন তিনি। প্রতিদিন জিমে কসরত করে নিজেকে ফিট রাখতে বেশ পছন্দ করেন জাহ্নবী।

সম্প্রতি ‘ফিল্মিজ্ঞান’ থেকে জাহ্নবীর একটি জিম আউট লুক সামনে আসে। পিঙ্ক কালারের স্লিভলেস টপ ও ব্লু শর্টপ্যান্টের জিম আউটফিটে বেশ মিষ্টি লাগছিল তাকে। জিম থেকে বেরোতেই মিডিয়ার জন্য পোজও করেন তিনি। সেই ছবিগুলির কিছু ঝলক রইল আপনার জন্য।

 

View this post on Instagram

 

Pretty J spotted in the city ? Love her?

A post shared by F I L M Y G Y A N (@filmygyan) on

About Author