নিউজ

Jaldapara Banabitan Tour: আর উত্তরবঙ্গ নয়, এবার কলকাতাতে বসেই করতে পারবেন জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণ, জানুন কোথায় সেই জায়গা?

খাস কলকাতায় তৈরি হয়ে গিয়েছে এক টুকরো জলদাপাড়া অভয়ারণ্য

Advertisement

Advertisement

খাস কলকাতার মধ্যে তৈরি হয়ে গেল এক টুকরো জলদাপাড়া অভয়ারণ্য। বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন রাজ্য সরকারের বন বিভাগের তৈরি করা এই বনবিতানে। স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত প্রকৃতি পাঠের ব্যবস্থা রয়েছে এই জায়গাটিতে। আপনাদের জানিয়ে রাখি এই জায়গাটি অবস্থিত সল্টলেকে এবং এই জায়গায় ঢুকলেই প্রথমেই আপনার চোখে পড়বে একশৃঙ্গ গন্ডার। এছাড়াও রয়েছে লেপার্ড হাতি এবং অন্যান্য জলদাপাড়া অভয়ারণ্যের সমস্ত ধরনের পশু পাখি। যদিও সবটাই মডেল। এক টুকরো জলদাপাড়া অভয়ারণ্যকে যেন নিয়ে এসে হাজির করা হয়েছে সল্টলেকের এই বনবিতানে।

Advertisement

বন বিভাগের ইউ আর এফ ডিভিশনের কার্যনির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহঠাকুরতা বলছেন, স্কুলের ছাত্র-ছাত্রী এবং যারা গবেষণা করতে আসবেন তাদের জন্য অতিরিক্ত গাইডের বন্দোবস্ত করে দেবে রাজ্য বনদপ্তর। যারা জলদাপাড়া অভয়ারণ্যে এই মুহূর্তে যেতে পারছেন না তাদের জন্য এই প্রচেষ্টা করছে রাজ্য সরকার। জলদাপাড়া অভয়ারণ্যে যে সমস্ত পশুপাখি এবং উদ্ভিদ দেখা যায় তার একটি রেপ্লিকা তৈরি করার চেষ্টা করা হয়েছে এই জায়গাটিতে। ৭০ একর জায়গা জুড়ে পাওয়া যাবে অভয়ারণ্যের অনুভূতি। জলদাপাড়ার গড় থেকে নানা প্রজাতির হরিণ সবকিছুই দেখা যাবে এই অভয়ারণ্যটিতে। এছাড়াও ঝিঁঝিঁ পোকার ডাক এবং নানা পাখির কলরব দেখা যাবে।

Advertisement

এই বনবিতানে ঢুকলেই প্রথমেই বন বিভাগের গাইড আপনাকে পশু পাখি এবং জন্তু-জানোয়ার চিনিয়ে দেবে। তার সাথে গুল্ম লতা থেকে শুরু করে প্রতিটি গাছের সঙ্গে আপনাকে পরিচিত করিয়ে দেবে বন বিভাগের গাইডরা। ছাত্র-ছাত্রীদের জন্য প্রকৃতি পাঠের সুবর্ণ সুযোগ রয়েছে। শিক্ষক শিক্ষিকারা এসে রীতিমতো চমকে উঠেছেন খাস কলকাতার মধ্যে গড়ে ওঠা এই অভয়ারণ্য দেখে। বরানগর মোহন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা গোধূলি মুখোপাধ্যায় বলছেন, এই অভয়ারণ্য দেখে রীতিমতো অভিভূত তিনি।

Advertisement

কংক্রিটের জঙ্গলে এই জায়গাটা যেন একেবারে মরুদ্দানের মত। জলদাপাড়া অভয়ারণের মতো এই জায়গাতে পাওয়া যাবে এক টুকরো জলাশয়। ছাত্র-ছাত্রী এবং গ্রুপ ট্যুরের জন্য গাইডের বন্দোবস্ত করা হবে। শিক্ষামূলক ভ্রমণের জন্য যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে আসবেন তাদেরকে অতিরিক্ত সুবিধা দেবে বনদপ্তর। জলদাপাড়া অভয়ারণ্যের পুরো অনুভূতি আপনারা পাবেন। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন, ‘এখানেই শেষ নয়, জলদাপাড়া অভয়ারণ্যের রেপ্লিকা ছাড়াও এই বনবিতানে তৈরি হয়েছে প্রজাপতি পার্ক, বারবার্ড পার্ক এবং স্নেক পার্ক। সবকিছুই বাচ্চাদের আনন্দ দেবে বলে মনে করছে রাজ্য সরকার।’