বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাধর অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তিনি ২০১৮ সালে রোম্যান্টিক মুভি ধড়কের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি ইশান খট্টরের সাথে করেছিলেন রোম্যান্স। শশাঙ্ক খৈতানের পরিচালনায় পার্থবী সিং রাঠোরের চরিত্রে অভিনয় করেছিলেন ওই সিনেমায় জাহ্নবী। এটি ছিল নাগরাজ মঞ্জুলের ২০১৬ সালের মারাঠি ছবি সাইরাতের হিন্দি রিমেক। বড় পর্দায় জাহ্নবীর পরবর্তী উপস্থিতি ছিল ২০২২ সালে বনি কাপুরের মিলি সিনেমায়। জাহ্নবী কাপুর ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন আজকের দিনে এবং তিনি তার সাহসী চেহারার দৌলতে ভক্তদের মধ্যে একটা নিজের একটা জনপ্রিয়তা তৈরি করতে সক্ষম হন সবসময়।
প্রতিদিন তার নতুন লুক তিনি নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এবং এই ধরনের ভিডিও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দুরন্ত জনপ্রিয়তা পেয়ে থাকে। সম্প্রতি তার একটি একটি নতুন রিল ভিডিও সোশ্যাল মিডিয়াতে সকলের আকর্ষণ অর্জন করতে পেরেছে। এই নতুন রিল ভিডিওতে জাহ্নবী কাপুরকে দেখা গিয়েছে একেবারে ঝকমকে একটা পোশাক পড়ে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই অনুষ্ঠানে জাহ্নবী কাপুরের লুক ছিল একেবারে অন্যরকম। তার পরনে ছিল একটি সোনালী রঙের চকচকে গাউন এবং তার সাথেই ছিল একটি ওড়না। এই ভিডিওতে তার এই ড্রেস সবার নজর কেড়েছে। জানা যাচ্ছে অনন্ত আম্বানির বিয়েতে, এই পোষাকে তিনি উপস্থিত হয়েছিলেন। জাহ্নবী কাপুরের এই পোশাক দেখে নেটিজেনরা রীতিমতো আপ্লুত। সোশ্যাল মিডিয়াতে এই পোশাক নিয়ে দারুণ চর্চা চলছে এবং পাপারাজ্জীদের মধ্যেও কিন্তু এই লুকের একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে। সব মিলিয়ে জাহ্নবী কাপুরের এই লুক মানুষজন বেশ পছন্দ করেছেন বলা যায়।
View this post on Instagram