Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIRAL: নদীর মধ্যে ঝাঁপ দিয়ে কুমিরকে হত্যা করল জাগুয়ার, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন জঙ্গলে থাকা জন্তুদের নিয়ে নানারকম ভিডিও প্রকাশিত হতে থাকে এবং সেই ভিডিও গুলি হয়ে থাকে অত্যন্ত ভাইরাল। আসলে জঙ্গলে থাকা জন্তুদের জীবনযাত্রা এবং তাদের শিকারী মানসিকতা দেখতে…

Avatar

সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন জঙ্গলে থাকা জন্তুদের নিয়ে নানারকম ভিডিও প্রকাশিত হতে থাকে এবং সেই ভিডিও গুলি হয়ে থাকে অত্যন্ত ভাইরাল। আসলে জঙ্গলে থাকা জন্তুদের জীবনযাত্রা এবং তাদের শিকারী মানসিকতা দেখতে সকলেরই বেশ পছন্দ হয়। এই সমস্ত শিকারি জন্তুদের মধ্যে সবথেকে বেশি ভাইরাল হয়ে থাকে বাঘের ভিডিও এবং জাগুয়ার বা নেকরে জাতীয় প্রাণীদের ভিডিও। এই সমস্ত ভিডিওতে একটি লড়াইয়ের কাহিনী দেখানো হয় এবং দেখানো হয় কিভাবে একটি প্রাণী নিজের বেঁচে থাকার জন্য অন্য প্রাণীকে হত্যা করে। এরকম একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল যা অনেকের মধ্যেই উত্তেজনার উদ্রেক করেছে। অনেকে আবার এই ভিডিও দেখে বেশ ভয় পেয়েছেন।

আসলে এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি জাগুয়ার জলের মধ্যে ঝাঁপ দিয়ে একটি কুমির কে হত্যা করছে। ভিডিও এতটাই জবরদস্ত হয়েছে যে আপনি একবার না একবার এই ভিডিও দেখেছেন। এমনিতে কুমিরকে কিন্তু জলের সবথেকে ভয়ানক জীব হিসেবে গণ্য করা হয়। এই প্রাণীটিকে জলের জল্লাদ হিসেবেও অনেকে মনে করেন। তবে শুধুমাত্র যে জলের মধ্যে কুমির ভয়ানক হবে তা কিন্তু নয়, সাধারণ মাটিতে ও কুমির অত্যন্ত ভয়ানক এবং তারা দারুন শিকার ধরতে সক্ষম। তবে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, একটি জাগুয়ার জলের মধ্যে ঢুকে একটি কুমিরকে শিকার করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জাগুয়ার যেভাবে একেবারে উপর থেকে কুমিরের উপরে ঝাঁপিয়ে পড়ল সেই দৃশ্যটি রীতিমতো দেখার মত। এই ভিডিওটি অত্যন্ত রোমাঞ্চকর ভিডিও এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে জাগুয়ারের অসাধারণ শিকার করার দক্ষতার জন্য। জাগুয়ার সাধারণত অনেকটা ওপরে বসে থাকে এবং তাঁর শিকারের দিকে লক্ষ্য রাখে। যখনই সে ঐ শিকার এর কাছাকাছি চলে আসে তখনই ওপর থেকে ঝাঁপ মেরে তাকে আক্রমণ করে।

এখানেও ঘটলো ঠিক সেরকমই। প্রথমে দেখা যাচ্ছে জাগুয়ারটি বেশ উপরের দিকে বসে থেকে কুমিরের উপর নজর রাখছিল। যখনই কুমিরটি তার সামনা সামনি চলে আসে তখনই জাগুয়ার উপর থেকে ঝাঁপ মেরে সেই কুমিরের ঘাড়ের উপর কামড় দেয়। তারপর অত্যন্ত ধারালো দাঁত দিয়ে কুমিরটিকে একেবারে কামড়ে ধরে ওই জাগুয়ার। তারপর দেখা যায় ওই জাগুয়ার কুমিরের মৃতদেহটিকে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং তারপর সেখানে তাকে হত্যা করে। দারুণভাবে ওই জাগুয়ার এই কুমিরটিকে শিকার করেছে। EXODOR নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল এবং ইতিমধ্যেই প্রায় দুই কোটির বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।

About Author