সৌরভ গাঙ্গুলী কে দেখতে সস্ত্রীক হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। এদিন সকালে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) আচমকাই বুকে ব্যথা হওয়ার কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রতিদিনের মতো সকালে বাড়িতে জিম করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। তারপর তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক রিপোর্টের পর জানা যায়, সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। বর্তমানে এই ব্লকেজ সরানোর জন্য স্টেন্ট বসানো হচ্ছে। তবে বাইপাস সার্জারি করা হবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি হাসপাতাল কতৃপক্ষ থেকে। শেষ পাওয়া খবরে অনুযায়ী সৌরভ গাঙ্গুলী বর্তমানে স্থিতিশীল এবং তাকে আইসিইউ বেডে রাখা হয়েছে।
অন্যদিকে, রাজভবন থেকেই সৌরভের আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি সাংবাদিক বৈঠকে জানালেন,” যাবতীয় জটিলতা কাটিয়ে আবারো কাজে ফিরবেন দাদা। তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সৌরভের জন্য সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের জন্য সৌরভ গাঙ্গুলী যা যা করেছেন তার জন্য আমরা গর্বিত।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://twitter.com/jdhankhar1/status/1345334296676950017?s=20
সাংবাদিক বৈঠকের পর এবারে সৌরভ গাঙ্গুলীকে হাসপাতালে দেখার জন্য সস্ত্রীক পৌঁছে গেলেন রাজ্যপাল। সেখানে সৌরভ গাঙ্গুলী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তার। তবে শুধুমাত্র রাজ্যপাল নন, সৌরভের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতীয় ক্রিকেট দলের অনেকেই। সচিন তেন্দুলকার (Sachin Tendulker) থেকে শুরু করে রবি শাস্ত্রী (Ravi Shastri), সকলেই সৌরভের সুস্থতা কামনা করে টুইট করেছেন। বর্তমানে সৌরভের অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল। জানা গিয়েছে স্টেন্ট বসানোর পরে তিনি তার মেয়ে সানা গাঙ্গুলির সাথে কথাও বলেছেন। হাসপাতাল সূত্রে খবর, তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে এবং হালকা খাবার দেওয়া হচ্ছে।