Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মালদহ বিস্ফোরণকাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা ধনখরের, নিশানা মুখ্যমন্ত্রীর দিকে

Updated :  Thursday, November 19, 2020 11:14 PM

এবার বোমা তৈরীর কারখানাগুলি বন্ধ করুন, আজকে এরকম ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি তিনি মালদহ বিস্ফোরণের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিস্ফোরণে মৃত এবং জখমদের পরিবারপিছু আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তারই মধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল।

বৃহস্পতিবার, বেলা ১১টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদহের সুজাপুর এর ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া অঞ্চল। এই বিস্ফোরণটি ঘটে ছিল স্থানীয় একটি প্লাস্টিক কারখানাতে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রায় চার জন শ্রমিকের। এছাড়াও বেশ কয়েকজন ছিলেন গুরুতর আহত। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো এক শ্রমিকের প্রাণহানি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় এলাকার বাড়ির বেশ কয়েকটি শেড উরে গিয়েছে। বড় গর্ত হয়েছে কারখানার ভিতরে। দুর্ঘটনার পরে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ আরো অনেকে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। এই বিস্ফোরণ ঘিরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি কোন বিরোধী দল।

অন্যদিকে এই ঘটনাটি উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই ইতিমধ্যেই মালদহে রওনা দিয়ে দিয়েছেন পুরো এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রত্যেক মৃতের পরিবার পিছু রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। এছাড়াও জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

কিন্তু এই ঘটনা ঘটলো কি করে সেই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে প্রত্যেকটি বিরোধীদল। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।