গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে ডিজিটাল যুগ। ভারতের মাটিতেও প্রভাব পড়েছে এই ডিজিটাল প্লাবনের। আজকালকার দিনে আট থেকে আশি প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। এই ডিজিটাল যুগে ব্যাপক পরিবর্তন হয়েছে বিনোদন ইন্ড্রাস্ট্রিতে। রেডিও টিভি প্রায় অবলুপ্ত হয়ে বিনোদন চলে এসেছে আপনার হাতের মুঠোর স্মার্টফোনে। বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও দেখার স্থান হয়েছে ইউটিউব। এতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও। আর এই ইউটিউবে বর্তমানে প্রাধান্য বিস্তার করেছে বিভিন্ন ডান্স ভিডিও।
আমাদের প্রতিবেশী দেশ পাকিস্থানে মুজরা ড্যান্স খুবই জনপ্রিয়। বিভিন্ন অনুষ্ঠানে সকলের মনোরঞ্জনের জন্য যুবতী বা বৌদিদের দিয়ে নাচ করানো হয়। আবার উপস্থিত অতিথিদের সেই পারফরম্যান্স পছন্দ হলে তাঁরা টাকার বৃষ্টি করেন। সম্প্রতি ইউটিউবে এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভিডিও আপনি অবশ্যই ঘরের দরজা বন্ধ করে দেখুন। ভিডিওটি ১৮ বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য কেবলমাত্র।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল ভিডিওতে দেখা গেছে এক মহিলা পাকিস্থানের কোনো একটি অনুষ্ঠানে পারফর্ম করছেন। সে বলিউডের ‘জান ও মেরি জান‘ গানের তালে শরীর দেখিয়ে উদ্দাম কায়দায় নাচ করেছেন। তাঁর পরনের আঁটোসাঁটো সালোয়ার থেকে ক্লিভেজ স্পষ্ট দেখা গেছে। সে কখনো মাটিতে বসে, কখনও সামনে ঝুঁকে গানের তালে উপস্তিত সকলকে সিডিউজ করেছে। এই দেখে সকলেই তাঁর শরীরে টাকা গুঁজে দিতে শুরু করেন। বর্তমানে ইউটিউবে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।