মমতার পাড়ায় জেপি নড্ডা, করলেন বাড়িতে বাড়িতে লিফলেট বিলি, তবে স্থানীয়রা বলতে পারলেন না সমস্যার কথা

Advertisement

Advertisement

রাজ্য সফরের প্রথম দিনেই ভবানীপুরে জনসংযোগ কর্মসূচিতে যোগদান করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে গিয়ে তিনি সকলের সাথে কথাবার্তা বলেছেন। তবে এদিন তার সভা ঘিরে ভিড় এবং নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

Advertisement

হেস্টিংস এ বিজেপি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে বিকেল সাড়ে চারটায় তিনি পৌঁছান ভবানীপুরে। সেখানে হরিশ মুখার্জি স্ট্রিটে বাড়িতে বাড়িতে গিয়ে আর নয় অন্যায় কর্মসূচির লিফলেট বিলি করেন। এদিন তার যাওয়ার কথা ছিল ৭টি বাড়িতে। কিন্তু কর্মসূচি কাটছাঁট করে শেষ পর্যন্ত তাকে ২টি বাড়িতে গিয়ে ফিরে আসতে হয়। সেখানে গিয়ে বিজেপির প্রচারপত্র বিলি করে আসেন তিনি।

Advertisement

তবে বিজেপি সর্বভারতীয় সভাপতি ফিরে যাবার পরে হরিশ মুখার্জি স্ট্রিটের অনেক বাসিন্দা জানিয়েছেন,”আমাদের পাড়ার অনেক সমস্যা রয়েছে। সেগুলো বলবো ভেবেছিলাম। জল নেই, চাকরি নেই….কিন্তু এত ভিড় ছিল যে আর কিছু বলা হয়ে উঠল না।”

Advertisement

প্রসঙ্গত, এই সফরের আগে এদিন কলকাতায় বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছিলেন। সঙ্গে নানা জেলায় আরো ৯টি কার্যালয় উদ্বোধন করবেন জেপি নড্ডা। এদিন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। যার পরে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন,”২০২১ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার কে উপড়ে ফেলবে বিজেপি। মমতা ব্যানার্জির সরকারের কোনো অস্তিত্ব থাকবে না।”

Recent Posts