Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশাত্মবোধক গান গেয়ে ভাইরাল ITBP জওয়ান, ভাইরাল ভিডিও

আগামীকাল, ২৬ জানুয়ারি গোটা ভারতজুড়ে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালিত হয়। সবদিকে চলছে প্রজাতন্ত্র দিবসের প্রাক-প্রস্তুতি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের…

Avatar

আগামীকাল, ২৬ জানুয়ারি গোটা ভারতজুড়ে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালিত হয়। সবদিকে চলছে প্রজাতন্ত্র দিবসের প্রাক-প্রস্তুতি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সোশ্যাল মিডিয়াতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। বেশিরভাগ ভিডিওতে দেখা যাচ্ছে কোনো দেশাত্মবোধক গান বা সিনেমার হুবহু নকল করে অভিনয়। তবে এরমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখলে আপনারও মনে ধরবে।

২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা গিয়েছে দুইজন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ দেশকে উৎসর্গ করে একটি দেশাত্মবোধক গানের ইন্সট্রুমেন্টাল বাজাচ্ছেন। আসলে ওই দুই ITBP জওয়ান জনপ্রিয় গায়ক কুমার শানুর দেশাত্মবোধক গান “মেরা মুলুক, মেরা দেশ” গানটির ইন্সট্রুমেন্টাল সুর বাজিয়েছেন। ভিডিওটি শেয়ার করে ITBP এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়াতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, ভিডিওতে রয়েছেন কনস্টেবল রাহুল খোসলা যিনি ম্যান্ডোলিন বাদ্যযন্ত্রটি বাজিয়েছেন এবং হেড কনস্টেবল পাসাণ শেরপা যিনি গিটার বাজিয়েছেন। দুজনেই অসম্ভব সুন্দর তালমিল প্রদর্শন করে দেশাত্মবোধক গানটির ইনস্ট্রুমেন্টাল সুর বাজিয়েছেন। তাঁদের প্রতিভার প্রশংসা করে ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই ভিডিওটিকে শেয়ার করে দুই ভারতীয় জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, “মেরা মুলুক, মেরা দেশ” এই গানটি ১৯৯৬ সালের বলিউড সিনেমা দিলজলে তে ছিল। এই গানটির লিরিক্স দিয়েছিলেন জাভেদ আখতার এবং গানটির কম্পোসিং করেছিলেন অনু মালিক। এছাড়াও এই গানটি কিছুদিন আগে গেয়েছিলেন জনপ্রিয় গায়ক কুমার শানু। এই গানটির ইন্সট্রুমেন্টাল ভার্সন গেয়ে ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন ওই দুই জওয়ান।

About Author