আধার কার্ডকে দেশের একমাত্র পরিচয়পত্র করার কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। আধারের পাশাপাশি প্যান কার্ড থাকাও দেশের নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি। আয়কর দপ্তরের সঙ্গে করা প্রত্যেকটি লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। এছাড়াও বেশ কয়েকটি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক৷কি কি ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক?১. নতুন গাড়ি কেনা বা বিক্রী করার জন্য প্যান কার্ড বাধ্যতামূলক।২. নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় প্যান নম্বর লাগবে।৩. ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন করার সময় লাগবে প্যান নম্বর।৪. হোটেল বা রেস্তোরাঁয় ৫০০০০ টাকার বেশি ক্যাশে পেমেন্ট করলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক।৫. বিদেশ যাত্রার সময় একসাথে ৫০০০০ টাকার বেশি কারেন্সি এক্সচেঞ্জ করলে প্যান নম্বর দিতে হবে।৬. ৫০০০০ টাকা বা তার বেশি মূল্যের মিউচ্যুয়াল ফান্ড, বন্ড কিনলে লাগবে প্যান নম্বর।৭. ব্যাংকে একদিনে ৫০০০০ টাকার উপরে জমা করতে লাগবে প্যান নম্বর।৮. রিজার্ভ ব্যাঙ্কের জারি করা বন্ড কেনার জন্য ৫০,০০০ টাকার বেশি দিতে হলে লাগবে প্যান নম্বর।৯. জীবন বিমা প্রিমিয়াম হিসেবে বছরে ৫০,০০০ টাকার বেশি জমা দিলে লাগবে প্যান কার্ড।১০. ২ লক্ষ টাকার বেশি জিনিস একেবারে কিনলে বা বিক্রি করলে লাগবে প্যান নম্বর।১১. স্টক এক্সচেঞ্জে নেই এমন কোনো কোম্পানির শেয়ার কেনা বা বিক্রি করার সময় যদি ১০০০০০ টাকার উপর লেনদেন হয় তাহলে প্যান নম্বর লাগবে।