Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs SL: ঈষাণ নাকি গিল, কার ভাগ্য খুলবে আজ? বড় আপডেট দিলেন রোহিত শর্মা

গুয়াহাটিতে আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয় দলের লক্ষ্য এখন ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জেতা। টি-টোয়েন্টি সিরিজে…

Avatar

গুয়াহাটিতে আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয় দলের লক্ষ্য এখন ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জেতা। টি-টোয়েন্টি সিরিজে ভারতের একাধিক ধারাবাহিক ক্রিকেটার দলের বাইরে থাকায় একাদশে সুযোগ পেয়েছিলেন একাধিক তরুণ ক্রিকেটার। তবে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মতো ক্রিকেটারদের দলে প্রত্যাবর্তন তরুণদের জন্য বিপদের পূর্বাভাস বলে ধারণা করেছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
IND Vs SL: ঈষাণ নাকি গিল, কার ভাগ্য খুলবে আজ? বড় আপডেট দিলেন রোহিত শর্মা

এবার সেই ধারণা সত্যি হলো অধিনায়ক রোহিত শর্মার ইঙ্গিতে। গতকাল ভারতীয় দলে যোগ দিয়ে সংবাদিক বৈঠকে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। যেখানে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতের দলের সম্ভাব্য একাদশ নিয়ে মুখ খুলেছেন রোহিত। সাংবাদিক সম্মেলনে তার উদ্দেশ্য প্রশ্ন করা হয়, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার সাথে আজকের ম্যাচে জুটি বাঁধবেন ঈশান কিষাণ নাকি শুভ শুভমান গিল। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি রীতিমতো ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা বলেন,”শুভমান গিল কিংবা ঈশান কিষাণ দুজনেই ভারতীয় একাদশে সুযোগ পাবেন। তবে সেটা হবে পর্যায়ক্রমে। তবে আজকের ম্যাচে শুভমান গিলের সঙ্গে মাঠে নামব আমি। বিগত কয়েকদিন ধরে ঈশান কিষাণ দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তবে শুভমান গিল একজন ধারাবাহিক পারফরমার্‌। এ কথা কখনোই অস্বীকার করা উচিত নয় যে, ঈশান কিষাণ খারাপ ক্রিকেটার। সম্প্রতি তিনি ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। আর একজন ব্যাটসম্যান হিসেবে আমি জানি, ডবল সেঞ্চুরি করা কতটা ধৈর্যের এবং কষ্টসাধ্য কাজ। বিশ্বকাপের আগে আমরা আরও ১৫টি একদিনের ম্যাচ খেলব। সেখানে অবশ্যই সুযোগ পাবেন ঈশান কিষাণ।”

About Author