সম্প্রতি রিলিজ হয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’। এই ফিল্মের প্রিমিয়ারে দেখা গেল অভিনেত্রী মধুমিতা সরকার, ইশা সাহা ও সন্দীপ্তা সেনকে। তিন অভিনেত্রীর পরনেই ছিল শারদীয়ার সাজ। সন্দীপ্তা পরেছিলেন আটপৌরে ধরনে লাল পাড় সাদা শাড়ি। তবে তাঁর ব্লাউজটি ছিল ব্রালেটের স্টাইলে তৈরী। মধুমিতাও লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন তবে সাধারণ স্টাইলে। কিন্তু বাঙালি সাজের অন্যতম অঙ্গ লাল টিপ কপালে পরতে ভোলেননি মধুমিতা। কিন্তু ইশা সাবেকি স্টাইল ভেঙে পরেছিলেন লাল রঙের টপ ও সাদা জিনস। ইশা বরাবর ওয়েস্টার্ন আউটফিট পরতেই পছন্দ করেন। তবে ইশা,সন্দীপ্তা ও মধুমিতা মুখে মাস্ক পরতে ভোলেননি। কিন্তু ফটোশুটের সময় তাঁরা মাস্ক সরিয়ে ফটো তোলেন। তিনকন্যার ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। তিন নায়িকাকে একসাথে দেখে নেটিজেনরা অভিভূত।
অভিনেত্রী মধুমিতা সরকার শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেও জনপ্রিয়তা পান ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন যা তাঁকে পরিচিতি এনে দেয়। এরপর স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কেয়ার করি না’ এবং ‘বোঝে না সে বোঝে না’ ইন্ডাস্ট্রিতে তাঁর পায়ের তলার জমি শক্ত করে। তবে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় ‘কুসুম দোলা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ইমনের ভূমিকায় অভিনয় করে মধুমিতা দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠেন। ইমনের জীবনের সঙ্গে নিজেদের মেলাতে শুরু করেন দর্শকমহল। এরপর ফিল্মের অফার পান মধুমিতা। টেলি টাউন থেকে টলি টাউনে তাঁর প্রবেশ ঘটে ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এই মুহূর্তে মধুমিতা পরিচালক মৈনাক ভৌমিক-এর ফিল্ম ‘চিনি’-তে অভিনয় করছেন।