শান্তনু ঠাকুর তৃণমূল না বিজেপি? অবস্থান স্পষ্ট করলেন তিনি নিজেই

হুগলির সুকান্তনগর ফুটবল মাঠে মতুয়া মহাসংঘটনের মাঠে জনসভায় এসে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন শান্তনু ঠাকুর

Advertisement

Advertisement

বঙ্গ রাজনীতিতে একুশের নির্বাচনের প্রাক্কালে এসে দলবদল জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তার সাথে একঝাঁক তৃণমূল নেতাকর্মী। তারপর আবার বর্তমানে জল্পনা সৃষ্টি হয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে(Shantanu Thakur) ঘিরে। তিনি অমিত শাহকে(Amit shah) নিয়ে সমালোচনা করেছেন CAA প্রসঙ্গ ঘিরে। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠেছে তাহলে কি এবার হবে দলবদলের ভোলবদল? শেষ পর্যন্ত শান্তনু ঠাকুর কি তাহলে এবার তৃণমূলে?

Advertisement

কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ শান্তনু ঠাকুর। তিনি আজ হুগলির সুকান্তনগর ফুটবল মাঠে মতুয়া মহাসংঘটনের মাঠে জনসভায় এসে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে। তিনি বলেছেন, “আমি CAA এর পক্ষে। আমি নিজে সংসদের নিম্নকক্ষে ভোট দিয়ে CAA পাস করেছি। যারা এই আইন চায় না তারা আমায় কি করে চাইছে?” আসলে তিনি এখানে খাদ্যমন্ত্রী তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলেছেন। আজ সকালে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, “আমি শান্তনু ঠাকুরকে তৃণমূলে এসে কাজ করার কথা বলছি। বিজেপিতে থেকে উনি মানুষের জন্য কাজ করতে পারবেন না। আর এমনি তো আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড আছে সে ভারতের নাগরিক। আলাদাভাবে নাগরিকত্বের কোন দরকার নেই।”

Advertisement

সেই সাথে আজকে জনসভায় উপস্থিত থেকে বনগাঁ সাংসদ বলেছেন, “আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আমি ১৯৭১ সাল থেকে ভারতে এসে নাগরিকত্ব আইন নিয়ে লড়াই করে যাচ্ছি। CAA যাতে একাত্তরের পরে আসা মানুষদের জন্য খাটে তার জন্য আন্দোলন করে যাচ্ছি। আর যারা এই নাগরিকত্ব আইনকে সমর্থন করেনা তারা আমাকে তাদের দলে ডেকেছে? CAA বিরোধিতা যারা করে সেখানে আমি কেন যাব? আগে ওরা বলুক ওরা CAA সমর্থন করে তাহলে আমি ভেবে দেখব।”

Advertisement

প্রসঙ্গত কিছুদিন আগে, শান্তনু ঠাকুর প্রশ্ন করেছেন, “একুশে নির্বাচনের আগে কি রাজ্যে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন? বা কবে নাগরিকত্ব পাবে উদ্বাস্তু মতুয়ারা?” অবশ্য প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, “দেশজুড়ে করোনা ভ্যাকসিন বিতরনের প্রক্রিয়া সম্পন্ন হলেই CAA আমল করা নিয়ে কাজ শুরু হবে।”কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবে নিরাশ হয়েছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা চলছে শান্তনু ঠাকুর কি তাহলে তৃণমূলে চলে যাবে? অবশ্য আজকের সভায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।

Recent Posts