বার্সা ছেড়ে এবার কি তাহলে ম্যানসিটিতে মেসি? জল্পনা তুঙ্গে

Advertisement

Advertisement

বার্সেলোনা: বেশ কয়েকদিন ধরেই ফুটবল বিশ্বের আকাশে-বাতাসে একটাই খবর ছড়িয়ে পড়েছে। তা হল, বার্সেলোনা ছাড়তে চলেছেন লিওনেল মেসি। এবার এর সঙ্গে আরও এক জল্পনা দেখা দিয়েছে। শুধু বার্সা ছাড়াই নয়, বার্সা ছেড়ে মেসি নাকি ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চলেছেন। ইউরোপের সংবাদমাধ্যমে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। 70 কোটি ইউরোর বিনিময়ে ম্যান সিটিতে এলএম টেনের যোগ দেওয়ার জল্পনা দেখা দিয়েছে।

Advertisement

আর্জেন্টাইন তারকা ফুটবলার ইতিমধ্যেই দাবি করেছেন যে, দিন দশেক আগে বার্সেলোনার সঙ্গে তাঁর সমস্ত চুক্তি শেষ হয়ে গিয়েছে। যদিও বার্সা কর্তৃপক্ষ মেসিকে যেন-তেন প্রকারেণ ধরে রাখতে মরিয়া। কিন্তু বার্সায় থাকার কোনওরকম ইচ্ছা প্রকাশ এখনও পর্যন্ত মেসির তরফ থেকে দেখা যায়নি। তিনি নিজেকে আর বার্সার সদস্য হিসেবে মনে করছেন না, এমনটাই শোনা যাচ্ছে।

Advertisement

সূত্রের খবর, সিটি ফুটবল গ্রুপ বা সিএফজি ৭০ কোটি ইউরো দিতে চায়। এর ফলে আগামী পাঁচ বছর ম্যানচেস্টার সিটি এবং নিউইয়র্ক সিটির হয়ে মেসিকে খেলতে দেখা যেতে পারে। এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে মেসির ক্যারিয়ার গ্রাফ আরও উন্নত হবে বলে আশাবাদী মেসি ভক্তরা। কারণ, ম্যানসিটিতে গেলে মেসি কোচ পেপ ওয়ার্দিওয়ালাকে পাবেন। তিনি যখন বার্সার কোচ ছিলেন, তখন মেসির কেরিয়ার তুঙ্গে ছিল। তাই আগামী দিনে মেসির কেরিয়ার আরও তুঙ্গে হবে বলে মনে করছে ফুটবল মহল।

Advertisement