দেশ

IRCTC: দেশের ২৭ রাজ্যের এই ৫৫০ টি রেল স্টেশন হবে হাইটেক, জেনে নিন তালিকায় বাংলার কোন স্টেশনের নাম রয়েছে

ভারতীয় রেলওয়ে বৃহত্তম নেটওয়ার্ক, প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে

Advertisement

Advertisement

ভারত সরকার এখন ভারতের রেলওয়ে ব্যবস্থাকে আরো ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছে। ভারতীয় রেল হলো ভারতের সবথেকে বড় যাতায়াতের মাধ্যম। এই ভারতীয় রেলের মাধ্যমে প্রতিটি দিন কোটি কোটি মানুষ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। তারা এই রেলের পরিষেবা ব্যবহার করে নিজেদের অফিস কাছারিতে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। তবে সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় রেলের পুনর্জীবনের জন্য একটি বিশেষ প্রকল্প শুরু করেছেন। এই স্কিমের নাম দেওয়া হয়েছে অমৃত ভারত স্টেশন স্কিম। এই প্রকল্পের অধীনে, দেশের ২৭টি রাজ্যের ৩০০টি জেলায় নির্মিত ৫৫০ টিরও বেশি রেলস্টেশন পুনর্নির্মাণ করা হবে।

Advertisement

৪১,০০০ কোটি টাকার এই প্রকল্পে রেলের পরিকাঠামো শক্তিশালী করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে স্টেশনটিতে প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য আরও সুবিধা হবে। এই অমৃত ভারত প্রকল্পে মূলত উত্তরপ্রদেশের স্টেশনগুলোকে আপাতত টার্গেট করা হলেও, এই তালিকায় কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের বহু স্টেশন রয়েছে। এই তালিকায় রয়েছে বাংলার একাধিক স্টেশন। তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের ৭৩টি স্টেশনকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়াও, ৫৬টি স্টেশন মহারাষ্ট্রের। ৩৩টি স্টেশন নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গুজরাট।

Advertisement

অন্যদিকে, বিহার ও মধ্যপ্রদেশে ৩৩টি স্টেশন রয়েছে। ছত্তিশগড় এবং রাজস্থানে ২১টি, ঝাড়খণ্ডে ২৭টি, হরিয়ানায় ১৫টি, পশ্চিমবঙ্গের ১০টি, এবং পাঞ্জাব ও উত্তরাখণ্ডে ৩টি করে স্টেশন রয়েছে। একই সময়ে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রতিটিতে ১টি স্টেশনও পুনর্নির্মাণ করা হবে। ব্যান্ডেল, খড়গপুর জংশন, আদ্রা, পুরুলিয়া, পানাগড়, জঙ্গিপুর, চন্দননগর, বাঁকুড়া, নৈহাটি এবং দমদম। এই স্টেশনগুলো যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে বাংলার মানুষের দারুন লাভ হবে এটাই বলা বাহুল্য।

Advertisement

Recent Posts