Categories: অফবিট

কৃষ্ণের গান গেয়ে ফেসবুকে ভাইরাল হল দুই বোন, দেখুন ভিডিও

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – আজ জন্মাষ্টমী উপলক্ষে অঙ্কিতা নন্দী এবং অন্তরা নন্দী গাইলেন ‘গোবিন্দ বোলো হরি গোপাল বোলো’। ইতিমধ্যেই তাদের ব্যালকনি কনসার্ট রীতিমতো জমে গেছে। নন্দী বোন হিসাবে তারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। কখনো বর্ষার গান তো কখনো উৎসবের গান সব গানেতেই তারা বেশ সাবলীল পরিবেশন করেন। কখনো শাড়ি পরে তো কখনো ওয়েস্টার্ন ড্রেস এ নিজের পছন্দে মিউজিকাল ইন্সট্রুমেন্ট পরে নিজস্ব ভঙ্গিতে গেয়েছেন কৃষ্ণের গান।

Advertisement

করোনাভাইরাস আবহে এবারের জন্মাষ্টমী পালিত হচ্ছে। তাই নন্দী বোনেরাও বাদ গেলেন না। তারা তাদের মনের ভাব ফুটিয়ে তুললেন কৃষ্ণের গানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে তারা নিজস্ব কায়দায় গানটি পরিবেশন করলেন। সুন্দর করে সেজে গুজে নিজের মতন করে তারা পরিবেশন করছেন কৃষ্ণের গান।

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় তারা বেশ জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। একটার পর একটা গান গেয়ে মানুষকে মুগ্ধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের গান দেওয়ার সাথে সাথে কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে। প্রত্যেকেই তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

Recent Posts