Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামিকাল প্রকাশিত হবে আইপিএলের সূচি, ঘোষণা ব্রিজেশ প্যাটেলের

Updated :  Saturday, September 5, 2020 4:14 PM

নয়াদিল্লি: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন গতকাল, শুক্রবার আইপিএলের সূচি প্রকাশিত হবে। কিন্তু শুক্রবার তো দূরে থাক আজ, শনিবার এখনও পর্যন্ত সূচি প্রকাশের কোনও লক্ষণ দেখা যায়নি। তাহলে কি আবার আইপিএলের সূচি প্রকাশ হতে বিলম্ব করবে বিসিসিআই? এই এই প্রশ্নে যখন জল্পনা তুঙ্গে ক্রিকেটমহলে, তখনই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন আগামিকাল অর্থাৎ রবিবার আইপিএলের সূচি প্রকাশিত হবে।

সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এবারের আইপিএলের আসর। চলতি মাসের ১৯ তারিখ থেকে এই টুর্নামেন্ট চলবে। ফাইনাল হবে ১০ নভেম্বর। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মোট ৫৬টি ম্যাচ হবে এবারের আইপিএলে। ২১টি করে ম্যাচ হবে দুবাই এবং আবুধাবিতে, আর ১৪টি ম্যাচ হবে শারজায়। সুতরাং, হাতে মাত্র আর ১২-১৩ দিন। সেখানে সুচি এখনও প্রকাশ হলো না।

পূর্বঘোষিত তথ্য অনুযায়ী উদ্বোধনী ম্যাচ খেলার কথা আছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু বালির দেশে পা দেওয়া মাত্রই সিএসকের অন্দরে থাবা বসিয়েছে করোনা। তাই কবে চেন্নাই সুপার কিংস খেলতে নামবে, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর সে কারণেই সূচি প্রকাশ করা যাচ্ছে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে রবিবার আইপিএল সূচি প্রকাশ হলেও তা পূর্ণাঙ্গ না সংক্ষিপ্ত সূচি সে নিয়ে স্পষ্ট করে ব্রিজেশ প্যাটেল কিছু জানাননি। তবে যাই হোক আগামিকালের দিকে তাকিয়ে বসে রয়েছে সকলে।