Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL AUCTION LIVE UPDATE : সব রেকর্ড ভেঙে রাজস্থানে ক্রিস মরিস

আইপিএল এর ১৪ তম সংস্করণের নিলাম আজ ৩ টে থেকে শুরু হয়েছে। সকল কোভিড বিধি মেনেই চালান হচ্ছে নিলাম। কোন খেলোয়াড় কোন দলে যাবে তা নিয়ে চাপা উত্তেজনা কাজ করছে…

Avatar

আইপিএল এর ১৪ তম সংস্করণের নিলাম আজ ৩ টে থেকে শুরু হয়েছে। সকল কোভিড বিধি মেনেই চালান হচ্ছে নিলাম। কোন খেলোয়াড় কোন দলে যাবে তা নিয়ে চাপা উত্তেজনা কাজ করছে ভক্তদের মধ্যে। অনেক নতুন প্লেয়াররা এই বারের আইপিএলে নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ২৯৮ জন ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন।

বিকেল ৪.২১ঃ বিশ্বসেরা ইংল্যান্ড ব্যাটসম্যান ডেভিড মালানকে কিনে নিল প্রীতির পাঞ্জাব কিংস। নিলামে তাঁর উপর বিনিয়োগ করা হল ১.৫০ কোটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিকেল ৪.০৮ঃ ক্রিস মরিস গেলেন রাজস্থান রয়্যালসে। ১৬.২৫ কোটির অবিশ্বাস্য দামে নিলাম হল এই সাউথ আফ্রিকান ক্রিকেটারের।

বিকেল ৩.৫৪ঃ রাজস্থান রয়্যালসে গেলেন শিভম দুবে। নিলামে তাঁর দাম উঠলো ৪.৪ কোটি।

বিকেল ৩.৪৫ঃ ৭ কোটির বিরাট বিনিয়োগ করে ইংল্যান্ডের মইন আলিকে কিনল ধোনির চেন্নাই সুপার কিংস(CSK)।

শাকিব আল হাসানকে ৩.২০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।

শেষপর্যন্ত ১৪.২৫ কোটি টাকায় বিরাটের দলে যোগ দিলেন ম্যাক্সওয়েল।

২.২০ কোটি টাকায় স্টিভ স্মিথকে কিনল দিল্লি ক্যাপিটালস।

About Author