২০২২ আইপিএলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক। টুর্নামেন্টের সেরা ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণিত করেছিলেন তিনি। বিধ্বংসী পারফরমেন্সের সুবাদে জাতীয় দলেও প্রত্যাবর্তন ঘটেছিল এই অভিজ্ঞ ক্রিকেটারের। তবে চলতি আইপিএলে নিজেকে ব্যর্থ ক্রিকেটার হিসেবে প্রমাণিত করলেন ডি.কে। দলের প্রয়োজনের সময় বারবার ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড করলেন ভারতের এই ডান-হাতি ব্যাটসম্যান। মূলত তার জন্য লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
গতকাল দিনের দ্বিতীয় খেলায় শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে ডাহা ব্যর্থ প্রমাণিত করেন দীনেশ কার্তিক। একদিকে যখন বিরাট কোহলি বিধ্বংসী ব্যাটিং করছেন, তখন প্রথম বলেই উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দীনেশ কার্তিক। যার ফলশ্রুতিতে গুজরাটের কাছে সামান্য ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোরকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowম্যাচের শুরুতে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করলেও পাওয়ার-প্লে শেষ হতে না হতেই ব্যাটিং অর্ডারে ভাঙ্গন ধরতে শুরু করে ব্যাঙ্গালোরের। বিধ্বংসী ক্রিকেটার ডু প্লেসিস আউট হতেই একের পর এক উইকেট হারাতে শুরু করে বিরাট কোহলির দল। গুরুত্বপূর্ণ সময়ে যখন দীনেশ কার্তিকের ব্যাটে একটি বিধ্বংস। কাম্য ছিল দলের, তখন যশ দয়ালের প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।
আর এর সাথে সাথে আইপিএলের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড থেকে রোহিত শর্মাকে মুক্ত করেন দীনেশ কার্তিক। চলতি আইপিএলের শুরুতে একাধিক ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পেয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ফলে তিনি আইপিএলের ইতিহাসে সর্বাধিক (১৬ বার) ‘গোল্ডেন ডাক’ পাওয়ার লজ্জার জন্য রেকর্ড করে। তবে গতকাল গুজরাটের বিপক্ষে গোল্ডেন ডাক পেয়ে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন দীনেশ কার্তিক। বর্তমানে তার নামের পাশেও ১৬টি গোল্ডেন ডাক পাওয়া ইনিংস যুক্ত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, লজ্জার এই রেকর্ডের তালিকায় ১৫ বার ‘গোল্ডেন ডাক’ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মনদীপ সিং।