Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

KKR-এর এই তারকা ক্রিকেটারের প্রেমে পড়েছেন সচিন কন্যা সারা?

শুভমন গিলের সঙ্গে ডেটিং-এ মত্ত সচিন কন্যা। বুঝতে পারছেন না কে এই গিল? টিম ইন্ডিয়ার নবাগত সদস্য হলেন শুভমন গিল। গতবারের আইপিএলে সব ম্যাচই খেলেছিলেন গিল, এবারেও শুভমন গিলকে ওপেনিংয়ে…

Avatar

শুভমন গিলের সঙ্গে ডেটিং-এ মত্ত সচিন কন্যা। বুঝতে পারছেন না কে এই গিল? টিম ইন্ডিয়ার নবাগত সদস্য হলেন শুভমন গিল। গতবারের আইপিএলে সব ম্যাচই খেলেছিলেন গিল, এবারেও শুভমন গিলকে ওপেনিংয়ে নামিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একদিকে চাষির ছেলের বিশ্বজয়, অন্যদিকে ক্রিকেটের ঈশ্বরের কন্যা সারার প্রেমের মুচমুচে গল্পে উত্তাল নেটিজেন। বেশ কয়েকদিন ধরেই ভারতের ইয়ংস্টার শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে বেশ কয়েকবার।

KKR-এর এই তারকা ক্রিকেটারের প্রেমে পড়েছেন সচিন কন্যা সারা?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করা সারা একজন একজন মোস্ট গ্ল্যামারাস মিষ্টি মেয়ে। ‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে সারা মেডিসিন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছেন। এরপরেই মুম্বাই ফেরেন সচিন কন্যা সারা।

KKR-এর এই তারকা ক্রিকেটারের প্রেমে পড়েছেন সচিন কন্যা সারা?

এদিকে আই পি এল মরসুমে জমে উঠলো সারা-শুভমনের মুচমুচে প্রেম। যদিও দুজনের মধ্যে কেউইই মুখ খোলেননি তবে দুইজনকে অনেক জায়াগায় একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি সারার একটি স্টোরি আরও উস্কে দেয়। অন্য কারোর নয়, শুধুমাত্র শুভমনের ম্যাচের ছবি তিনি শেয়ার করলেন তাঁর ইনস্টা প্রোফাইলে।

KKR-এর এই তারকা ক্রিকেটারের প্রেমে পড়েছেন সচিন কন্যা সারা?

About Author