নিউজ

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন ১৫ লাখ টাকা, স্বামী স্ত্রী ঘরে বসেই গ্যারান্টি মাসিক ৯২৫০ টাকা পাবেন

পোস্ট অফিস একাধিক মান্থলি সেভিংস স্কিম আনছে

Advertisement

Advertisement

আজকাল মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। এবার স্বামী স্ত্রী মিলিয়ে একবার বিনিয়োগ করে বিরাট পরিমাণ রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে যার মাধ্যমে স্বামী ও স্ত্রী দু’জনে মিলে ১ লাখ টাকার বেশি আয় করতে পারবেন ৷ স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিম (Post Office MIS), যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা আয় করতে পারবেন৷

Advertisement

পোস্ট অফিসের POMIS স্কিমের জন্য আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিম পেতে গেলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে। স্বামী স্ত্রী সুবিধা পেতে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে ৯ লাখ টাকা বিনিয়োগ করে আপনি এই স্কিমের সুবিধাগুলি পাবেন। আপনার অ্যাকাউন্টে যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ৭.৪ শতাংশ সুদের হারে সুদ দেওয়া হবে। স্বামী এবং স্ত্রী এই স্কিমে একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন এবং তাতে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি একটি ভাল মাসিক আয় পাবেন৷ এর উপর ৭.৪ শতাংশ হারে ১ লাখ ১১ হাজার টাকার বার্ষিক সুদ পাবেন। তদনুসারে, আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ৯২৫০ টাকা পাবেন।

Advertisement

তবে আপনি যদি ১ বছর থেকে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন তাহলে আপনার জমার পরিমাণ থেকে ২ শতাংশ কেটে আপনার টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া আপনি যদি ৩ বছর পর সেই টাকা তুলতে চান তাহলে জমার পরিমানের ১ শতাংশ কেটে টাকা ফেরত দেওয়া হবে। তবে আপনি যদি ৫ বছর টাকা রেখে দিতে পারেন তাহলে প্রতি মাসে ২৫০০ টাকার কাছাকাছি সুদ পেয়ে যাবেন।

Advertisement

Recent Posts