Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RD স্কিমে প্রতি মাসে ১১০০ টাকা জমালে ৫ বছরে লাভ কতো?

পোস্ট অফিসে অনেক ধরনের স্কিম রয়েছে। বিভিন্ন সময়ের জন্য এবং বিভিন্ন সুদের হারে বিনিয়োগ করা হয়। পিপিএফ স্কিম, RD স্কিম, সুকন্যা সমৃদ্ধি, কিষাণ বিকাশ পত্র, মহিলা সম্মান নিধির মতো অনেক…

Avatar

পোস্ট অফিসে অনেক ধরনের স্কিম রয়েছে। বিভিন্ন সময়ের জন্য এবং বিভিন্ন সুদের হারে বিনিয়োগ করা হয়। পিপিএফ স্কিম, RD স্কিম, সুকন্যা সমৃদ্ধি, কিষাণ বিকাশ পত্র, মহিলা সম্মান নিধির মতো অনেক বড় প্রকল্প রয়েছে। দেশের বহু মানুষ পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে। কারণ এটি একটি সরকারি প্রকল্প। RD স্কিমে প্রতি মাসে ১১০০ টাকা জমা করলে ৫ বছরে কত টাকা ফেরত পাবেন সেটা এই প্রতিবেদনের মাধ্যমে জানাতে চলেছি।

সুদের হার ৬. ৭%

পোস্ট অফিস স্কিমে বিনিয়োগের সময়কাল ৫ বছর। অর্থাৎ ৫ বছর পর আপনার টাকা ফেরত পাবেন। এতে বর্তমানে প্রযোজ্য সুদের হার ৬ দশমিক ৭ শতাংশ। এবং সুদ ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করা হয়। দেশের যে কোনও ব্যক্তি আরডি স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। কোন সর্বোচ্চ সীমা নেই। বিনিয়োগ ১০- এর গুণে প্রযোজ্য। জয়েন্ট এবং সিঙ্গেল অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১১০০ টাকা মাসে দিলে লাভ কতো?

RD স্কিমে বিনিয়োগের কোন সীমা নেই। আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন। কিন্তু যদি মাসে ১১০০ টাকা জমা হয়, তাহলে ৫ বছরের জন্য কতটা সুবিধা পাবেন? জেনে নিন এর হিসাব। আপনি যদি ১১০০ টাকা জমা করেন তাহলে এক বছরে আপনার মোট বিনিয়োগ ১৩ হাজার টাকা। ৫ বছরের জন্য আপনার জমা করা মোট টাকা হল ৬৬, ০০০ টাকা।

RD Calculator

এই স্কিমে প্রযোজ্য বর্তমান সুদের হার ৬. ৭ শতাংশ৷ যদি আমরা এই সুদের হার অনুযায়ী ৫ বছরের হিসাব দেখি, তাহলে সুদের পরিমাণ প্রায় ১২ হাজার ৫০২ টাকা। অর্থাৎ, আপনার মোট বিনিয়োগ এবং সুদ সহ ৫ বছর পর মোট ৭৮ হাজার ৫০২ টাকা পেতে পারেন। এটি শুধুমাত্র একটি সূচক গণনা।

 

About Author