Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানুষের কাজ করবো, এলাকার উন্নয়ন করব, এটাই আমার মেন ফোকাস : মুকুলপুত্র শুভ্রাংশু

চেনা রাজনীতিবিদ এর এক অচেনা চেহারা। তাদের আমরা সবসময় জনকল্যাণ ও বিভিন্ন জনসভায় দেখতে পাই। আজ আমরা এমনই এক নামজাদা রাজনীতিবিদ এর চেনা চেহারার বাইরে তার সাধারণ জীবনযাপন ও লাইফস্টাইল…

Avatar

চেনা রাজনীতিবিদ এর এক অচেনা চেহারা। তাদের আমরা সবসময় জনকল্যাণ ও বিভিন্ন জনসভায় দেখতে পাই। আজ আমরা এমনই এক নামজাদা রাজনীতিবিদ এর চেনা চেহারার বাইরে তার সাধারণ জীবনযাপন ও লাইফস্টাইল কে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজ আমরা যার সাক্ষাৎকার নিয়েছি তিনি শুধু নিজে রাজনীতিবিদ নন তার পিতা রাজনীতির ময়দানে এক দীর্ঘ সুপরিচিত এক উজ্জ্বল নাম। তিনি আর কেউ নয় , আমার ও আপনার জনপ্রতিনিধি শ্রী শুভ্রাংশু রয়, বঙ্গ রাজনীতিতে উজ্জ্বলতম নাম শ্রী মুকুল রায় মহাশয় এর যোগ্য পুত্র। চলুন জেনে নেওয়া যাক তার জীবনের কিছু খুঁটিনাটি বিষয়।

১) রাজনীতির মত হেভিওয়েট ফিল্ডে আসার পর নিজেকে সময় দেবার মত সময় হাতে থাকে আপনার ?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভ্রাংশু রয় : হ্যাঁ কিছুটা তো থাকেই কেননা মানুষ ইচ্ছের উপরে চলে। ইচ্ছে থাকলে সবকিছু করা যায়। ইচ্ছের ওপরে ডিপেন্ড করে সত্যের ওপরে দাড়িয়ে নিশ্চয় সবকিছু হয়।

২) স্যার এমনিতে সব সময় ব্যাস্ত থাকেন , ব্যাস্ততার বাইরে যখন কোনো অবসর সময় পান। তখন সেই অবসর সময় এর সঙ্গী কি আপনার ?

শুভ্রাংশু রয় : আমার যেগুলো হবি আছে পাখি, মাছ এগুলো আর ছেলে ও মেয়েকে নিয়ে সময় কাটানো।

৩) মানে ফিশিং এর নেশা রয়েছে ?

শুভ্রাংশু রয় : হ্যাঁ।

৪) ছোটবেলায় তুমি কেমন ছিলে শান্ত নাকি দুষ্টু , ডানপিটে প্রকৃতির ?

শুভ্রাংশু রয় : ডানপিটে প্রকৃতির।

মানুষের কাজ করবো, এলাকার উন্নয়ন করব, এটাই আমার মেন ফোকাস : মুকুলপুত্র শুভ্রাংশু৫) বাবার কাছে কখনো বকুনি বা মার খেয়েছ ?

শুভ্রাংশু রয় : না।

৬) এবার একটা অন্য প্রশ্ন করি রাজনীতিতে আসবে এটা কি প্রথম থেকেই লক্ষ্য ছিল নাকি অকস্মাৎ এই ফিল্ডে আসা ?

শুভ্রাংশু রয় : না হঠাৎ আর কি। এমনি কলেজে রাজনীতিতে ছিলাম। তবে এইভাবে সক্রিয় রাজনীতিতে আসবো , হয়নি তো যাই হোক চলে আসা হয়েছে।

৭) তোমার বাবা যখন তৃণমূলে ছিলেন তখন নামকরা একজন নেতা ছিলেন এখন বিজেপিতে আছেন সেখানে বিশাল বড় পজিশনে রয়েছেন। আচ্ছা বাবার মত আমাকেও অত বড় একটা সাকসেস পেতে হবে এই প্রেশারটা কখনো কি কাজ করে ?

শুভ্রাংশু রয় : না সেরকম কোনো ব্যাপার নয় তবে একটা জিনিস মানুষের কাজ করব ভেবেছি , এলাকার উন্নয়ন করব ভেবেছি। এটাই হচ্ছে মেন ফোকাস আমার। এটা করার জন্য যা যা করণীয় সেটাই করতে হয়।

৮) ছোটবেলাটা আর পাঁচজনের মতো কতটা মিস করো ?

শুভ্রাংশু রয় : ছোটবেলাটা প্রচন্ড মিস করি কারণ বন্ধুবান্ধব , পাড়ায় সেই আড্ডা , রকে বসে গল্প , পাড়ায় খেলা এগুলো তো মিস করি আমি এবং সুযোগ পেলেই করার চেষ্টা করি।

৯) কখনো কোন বন্ধুদের রি ইউনিয়ন বা এরকম কোনো কিছু যদি হয় সেখানে যাবার মত সময় হাতে পাও ?

শুভ্রাংশু রয় : লাস্ট 2015 তে একটা রি ইউনিয়ন হয়েছিল আমাদের কলেজে, সেখানে গিয়েছিলাম।

১০) রাজনীতিকে যদি আমি এক মুহূর্তের জন্য বাদদি তোমার জীবন থেকে তাহলে তুমি রাজনীতিতে না এলে দ্বিতীয় কোন ক্ষেত্রে যাওয়া সবথেকে বেশি পছন্দ করবে ?

শুভ্রাংশু রয় : আই টি সেক্টর।

১১) আই টি সেক্টর মানে জব এর প্রতি একটা মারাত্বক টান আছে ?

শুভ্রাংশু রয় : হু।

১২) তোমার ফেভারিট ডিশ কি ?

শুভ্রাংশু রয় : ফেভারিট ডিশ (সামান্য ভেবে) থাই ফুড ভালো লাগে।

১৩) তোমার কাছে শেষ একটা প্রশ্ন রাখতে চাইব যে , নেতা শুভ্রাংশু রয় নাকি সাধারণ আগে যেরকম ছিলে সেই শুভ্রাংশু রয় ? কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ কর ?

শুভ্রাংশু রয় : আগে যে শুভ্রাংশু রয় ছিলাম তাতে

[সাক্ষাৎকার গ্রহণ : প্রীতম দাস]

About Author