দেশ

Govt Scheme: ৬ কোটির বেশি কর্মীদের জন্য সুখবর দিল মোদি সরকার, এক্ষুনি চেক করুন ব্যাংকের অ্যাকাউন্ট

যদি ২০২৩ সালে আপনার একাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে নেওয়া হয়, তবে আপনিও কেন্দ্র সরকারের এই সুবিধা পাবেন।

Advertisement

Advertisement

বিগত কয়েক বছর ধরে কেন্দ্র সরকার তার কর্মচারীদের জন্য একের পর এক স্কিম ঘোষণা করে চলেছে। বেতন বাড়ানোর পাশাপাশি একাধিক সুবিধা প্রদান করেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। তবে এবার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পাশাপাশি বেসরকারি সংস্থায় কর্মরত প্রায় ৬ কোটি মানুষের জন্য সুসংবাদ নিয়ে এসেছে কেন্দ্র সরকার। আর নয় অপেক্ষা, আপনি যদি এই সুসংবাদের আওতাভুক্ত হন তবে এক্ষুনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করুন। কারণ, আশ্চর্যজনক সুদের হারে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করতে চলেছে কেন্দ্র সরকার।

Advertisement

আজ্ঞে হ্যাঁ, যদি ২০২৩ সালে আপনার একাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে নেওয়া হয়, তবে আপনিও কেন্দ্র সরকারের এই সুবিধা পাবেন। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বেসরকারি কর্মীদের জন্য ৮.১০ শতাংশ হারে সুদ দেবে কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মন্ত্রকের নির্দেশের পর বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করতে শুরু করেছে কেন্দ্র সরকার।

Advertisement

কিভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা?

Advertisement

খুব সহজেই আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা। এর জন্য আপনাকে আপনার ব্যাংকে সংযুক্ত থাকা ফোন নম্বর দ্বারা 7738299899 নম্বারে একটি ছোট্ট এসএমএস করতে হবে। কিছু সময়ের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর এসএমএস দ্বারা প্রাপ্ত করবেন।

এর জন্য, আপনাকে আপনার মোবাইল ফোন থেকে EPFO UAN LAN টাইপ করে 7738299899 নম্বরে পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা টাকার পরিমান এবং কত শতাংশ সুদ পাচ্ছেন সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন এসএমএসের মাধ্যমে।

Recent Posts