শনিবার মুকুল রায়কে নারদকান্ডে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর এই জেরা এর পর রবিবার নারদ মামলায় ধৃত আইপিএস এসএমএইচ মির্জাকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে অভিযান করে সিবিআই এর তদন্তকারী দল।
সিবিআই সূত্রে দাবি, মুকুল রায়ের এই ফ্ল্যাটেই বিপুল অর্থের হাতবদল হয়। মির্জা নগদ অর্থও দিয়েছিলেন মুকুলকে। আর এই ঘটনার পুনর্নির্মানের ভিডিওগ্রাফি হয়েছে বলে জানায় সিবিআই। তাছাড়া এই ভিডিওগ্রাফি করার সময়ে মুকুল তার ফ্ল্যাটে ছিলেন এবং তিনি সব রকম সহযোগিতা করেছেন বলে দাবি সিবিআইয়ের। সিবিআই অভিযান প্রসঙ্গে মুকুল বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাকে টাকা নিতে দেখা যায়নি।”














