Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর্থিক ক্ষতি সামলাতে ১০ শতাংশ কর্মী ছাঁটাই ইন্ডিগোর

Updated :  Tuesday, July 21, 2020 9:31 AM

লকডাউনের জেরে গত ২৪শে মার্চ থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরণের বিমান পরিষেবাই বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আনলক-১ এ অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও যাত্রী হচ্ছিল না সেভাবে। ফলে প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছিল সমস্ত বিমান সংস্থাই। এই অবস্থায় কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করলো দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো। সংস্থার ১০ শতাংশ কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান রণজয় দত্ত।

প্রসঙ্গত, তিন সপ্তাহ আগে বর্তমান পরিস্থিতি সামলে উঠতে দুই বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছিলেন রণজয় দত্ত। এবার পরিষেবা বজায় রাখতে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হবে বলে জানালেন তিনি। সোমবার তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকলকেই কিছু না কিছু আত্মত্যাগ করতে হচ্ছে, আমাদেরও করতে হবে। এই মুহূর্তে প্রবল অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই পরিষেবা বজায় রাখতে কিছু অপ্রিয়কর সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোট কর্মীর ১০ শতাংশকে ছাঁটাই করা হবে।”

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের খুবই কষ্ট হয়েছে। আনলক-১ চালু হওয়ার পর থেকে সমস্ত কর্মীদের নিয়েই আমরা পরিষেবা প্রদান শুরু করেছিলাম। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে। তাই যাত্রীদের ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্যই আমাদের এই সিদ্ধান্ত নিতে হলো। ইন্ডিগোর ইতিহাসে এমনটা আগে কোনোদিন হয়নি।” বর্তমানে ইন্ডিগোর মোট কর্মীসংখ্যা ২৩,৫৩১। সর মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা মানে ২,৩৫০ কর্মীকে ছাঁটাই করবে ইন্ডিগো।