Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের মঞ্চে গোবিন্দা এবং করিশ্মা জুটি, ২২ বছর পর করবেন রোম্যান্স

বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় কিছু রিয়েলিটি শো এর মধ্যে অন্যতম ইন্ডিয়াজ গট ট্যালেন্ট। এই রিয়েলিটি শো-তে প্রায় প্রতিদিন কোন না কোন একজন নতুন তারকা বিচারকের আসনে হাজির হন। ভারতের অদ্ভুত…

Avatar

বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় কিছু রিয়েলিটি শো এর মধ্যে অন্যতম ইন্ডিয়াজ গট ট্যালেন্ট। এই রিয়েলিটি শো-তে প্রায় প্রতিদিন কোন না কোন একজন নতুন তারকা বিচারকের আসনে হাজির হন। ভারতের অদ্ভুত প্রতিভাধারী কিছু মানুষকে নিয়ে করা হয়েছে এই শো। তবে সম্প্রতি এই রিয়েলিটি শো এর একটি নতুন প্রোমো লঞ্চ হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দা এবং করিশমা কাপুর একসাথে একই মঞ্চে বিচারকের আসনে রয়েছেন।

আপনারা যারা নব্বইয়ের দশকের সিনেমা সম্পর্কে একটু অবগত, তারা অবশ্যই গোবিন্দা এবং করিশমা কাপুরের সেই সুপারহিট জুটির ব্যাপারে অবশ্যই জানেন। হিরো নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ান, রাজা বাবুর মতো একাধিক সিনেমায় তাদের দুজনের কেমিস্ট্রি হয়েছিল সুপারহিট। আর সেই জুটি আবারো ফিরে আসলো সনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে সনি টিভির জনপ্রিয় শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের একটি প্রমো সম্প্রতি দেখানো হয়েছে যেখানে আমরা গোবিন্দা এবং করিশমা কাপুরকে একসাথে ‘সোনা কিতনা সোনা হ্যায়’ গানে পারফর্ম করতে দেখতে পাচ্ছি। দুই তারকা একসাথে কালো আউটফিট পরে রয়েছেন এবং তাদেরকে দেখতে লাগছে একেবারে অসাধারণ। বিশেষত করিশমা কাপুরের পোশাকটি রীতিমতো আকর্ষণীয়। এই ভিডিওটি শেয়ার করেছে সনি টিভি ইন্ডিয়া। নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এই ভিডিওর নিচে তারা ক্যাপশন লিখেছেন, এই সপ্তাহে হবে এন্টারটেইনমেন্টের ধামাকা, কারণ এই মঞ্চে আসছেন করিশমা কাপুর এবং গোবিন্দা। তাও আবার একসাথে। এছাড়াও তাদের দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজার আইডি শেয়ার করা হয় এই ক্যাপশন এর সঙ্গে। ভক্তরা এই ভিডিওর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, নব্বইয়ের দশকে করিশমা কাপুর এবং গোবিন্দার এই গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। ২০০০ এর সিনেমা শিকারীতে এই দু’জনকে শেষবারের মতো একসাথে কাজ করতে দেখা যায়। তারপরে তাদের দুজনের জুটিকে আর বিশেষ কোথাও দেখা যায়নি। তবে আর খুব একটা দেরি নয়। আমাদের দুজনকে একসাথে দেখার সুযোগ করে দিচ্ছে সনি টিভির এই নতুন শো।

About Author