আইপিএস অফিসার ডক্টর ভেঙ্কাটেশমই এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন নিজের অফিসিয়াল টুইটারের পাতায়। আর সেই ভিডিওতে ঐ ব্যক্তিকে বাঁশির মাধ্যমেই কখনো কোকিলের আওয়াজ, আবার কখনো পুলিশের গাড়ির আওয়াজ, কখনো আবার কুকুরের ডাকের আওয়াজ বার করতে দেখা গিয়েছে। একটি দোকানের সামনে দাঁড়িয়েই রাস্তার উপরে এমন বাঁশির কেরামতি দেখাতে দেখা গিয়েছে তাকে। তিন যে নিঃসন্দেহে একজন প্রতিভাবান মানুষ, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। খুব স্বাভাবিকভাবেই তার এই বাঁশি বাজানোর ছোট্ট প্রদর্শন অবাক করেছে সকলকে। বুঝিয়ে দিয়েছে প্রতিভা কখনোই ভেদাভেদ মানে না।Talent has no boundaries…
— Dr K Venkatesham IPS (retd) (@Venkatesham_IPS) November 16, 2022
Source:wa pic.twitter.com/YhoPUtKKA2
Viral Video: এমন অদ্ভুত বিস্ময়কর প্রতিভার দেখা মেলে খুব কমই, ভিডিও ভাইরাল হতেই চর্চায় এই ব্যক্তি
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমে উঠেছে। নিত্যদিন একাধিক ভিডিও কিংবা ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় এই সোশ্যাল মিডিয়াতেই। সাধারণ নেটজনতা নিজেদের অবসরে বিনোদনের…
