ট্রেনের এসি কোচে এই কাজ করলে জেলও যেতে পারে, দিতে হবে জরিমানাও – Indian Railway Rules

Advertisement

Advertisement

ট্রেন যেকোনো সাধারণ যাত্রীদের জন্য তাদের গন্তব্যে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। যেকোনো শ্রেণীর মানুষ এই ট্রেনের মাধ্যমেই নিজেদের গন্তব্যে পৌঁছে যান অল্পসময়ের মধ্যেই। তবে এই মুহূর্তে এসি ট্রেনের একটি গুরুত্বপূর্ণ তথ্যের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই নিবন্ধের সূত্র ধরে। সেই নিয়ম যদি মানা না হয় তবে জেল খাটতে হতে পারে যাত্রীদের।

Advertisement

এমন অনেক যাত্রীরাই থাকেন যারা ট্রেনের একাধিক জিনিস নিজের সাথে নিয়ে চলে যান। বিশেষ করে এসি ট্রেনের ক্ষেত্রে এটি ভীষণভাবে হয়ে থাকে। বালিশ, চাদর থেকে শুরু করে একাধিক জিনিস তারা সাথে নিয়ে চলে যান ইচ্ছা করেই। তারা হয়তো ভাবেন তাদের ধরার মতো কেউ নেই। কিন্তু এবার এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে রেল কর্তৃপক্ষ। এই ধরনের ঘটনা ঘটিয়ে যদি কেউ ধরা পড়েন, তবে এই ব্যক্তি কঠোর শাস্তি পাবেন। আপাতত, এমনটাই আভাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

হাজতবাসের সময়কাল-
রেলের জিনিস নিজের ভেবে নিয়ে চলে যাওয়া আইনত অপরাধ বলেই মনে করা হয়। রেলওয়ে সম্পত্তি আইন ১৯৬৬-র অধীনেই এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার কথা বলা রয়েছে। রেলের জিনিস চুরি করার অপরাধে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি দিতে হবে জরিমানাও।

Advertisement

লক্ষাধিক টাকার ক্ষতি-
বহুযাত্রীদের রেলের জিনিস নিয়ে চলে যাওয়ার অভ্যাসের জন্যই প্রতিবছর লক্ষাধিক টাকার ক্ষতি হয় রেলের। তবে প্রতিবছর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছেন ট্রেনে। আর তাদের কথা মাথায় রেখেই আবারো নতুন করে সমস্ত জিনিস কিনতে হয় রেল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, যাত্রীরা কম্বল, বালিশ, চাদর, কেটলি, এমনকি চামচও অনেকসময় চুরি করে নিয়ে চলে যান। বিশেষ করে এসি ট্রেনের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। আর এই ধরনের ঘটনা সূত্র ধরেই থেকে থেকে বহু লোকসান হয় রেল কর্তৃপক্ষের।

উল্লেখ্য রেলওয়ের এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, ছত্রিশগড়ের বিলাসপুরের ট্রেনে এই ধরনের ঘটনা প্রচুর পরিমাণে ঘটে থাকে।

Recent Posts