Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railways: দশম শ্রেণি পাশেই রেলে চাকরির সুযোগ, চলছে আবেদন, জেনে নিন পদ্ধতি

Updated :  Sunday, May 12, 2024 7:35 AM

শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির অভাবে অর্থ রোজগারের পথ বন্ধ হয়ে রয়েছে যুব সমাজের একাংশের। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি। সরকারি বেসরকারি নির্বিশেষে চাকরির চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের বহু শিক্ষিত যুবক যুবতীই এখনো কর্মহীন হয়ে বসে রয়েছে। এবার রেলে কাজ করার সুবর্ণ সুযোগ এল কর্মহীন যুবক যুবতীদের কাছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot) পদে চাকরির সুযোগ রেলওয়ে তে। ভারতীয় রেলের তরফে SECR এর অন্তর্গত নাগপুর ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন প্রক্রিয়া শুরু হতে গিয়েছে। কারা এই চাকরিতে আবেদনের যোগ্য, কীভাবেই বা করবেন আবেদন, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

মোট ৫৯৮ টি শূন্যপদে হতে চলেছে নিয়োগ। ইউআর পদে শূন্যস্থান রয়েছে ৪৬৪ টি, এসসি পদে শূন্যস্থান ৮৯ টি এবং এসটি পদে শূন্যস্থান রয়েছে ৪৫ টি। আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করা থাকতে হবে। পাশাপাশি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ট্রেডে আইটিআর এর সার্টিফিকেট থাকতে হবে।

এই পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। আর এস সি এবং এস টি শ্রেণির প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৭ বছরের মধ্যে। কম্পিউটার আধারিত যোগ্যতার পরীক্ষার মাধ্যমে হবে প্রার্থীদের বাছাই।

অনলাইনেই রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করা যাবে। এর জন্য প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট secr.indianrailways.gov.in এ। এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। উল্লেখ্য, এই চাকরিতে আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুন ২০২৪। এই তারিখের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।