ভারতীয় রেলের তরফ থেকে এবারে টিকিট কাটার বিধি সম্পূর্ণরূপে আমূল পরিবর্তন করে ফেলা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে একাধিক নয়া কোচ তৈরি করেছে ভারতীয় রেলওয়ে। এছাড়াও রেলের অধীনস্থ সমস্ত রকমের কোচে নতুনভাবে বুকিং নেওয়া শুরু করা হয়েছে। নতুন বুকিং কোড দেওয়া হয়েছে সেখানে। এই ধরনের বুকিং কোড স্বাধীনতা ব্যবহার হয় দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য। তবে, এবারে ভারতীয় রেলওয়ে তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে একটি নতুন ধরনের কোচ সিস্টেম।এই সিস্টেমের নাম হল ভিস্তাডোম কোচ। দেশের বিভিন্ন বড় রেলওয়ে জোনে এই কোচ অবস্থান করছে। যে সমস্ত জায়গায় পর্যটনের সম্ভাবনা বেশি, সমস্যা রুটে বর্তমানে এই ধরনের কোচ ব্যবহার শুরু হয়েছে। এছাড়াও, বিশ্বের সবথেকে সস্তায় এসিতে যাতায়াতের জন্য নতুন ধরনের বাতানুকূল থ্রি টিয়ার ইকোনমি কোচ চালু করছে ভারতীয় রেলওয়ে। চলুন জেনে নেওয়া যাক নতুন কিছু বুকিং কোড এর ব্যাপারে।1. AC Three Tier Economy – 3EV2. Vistadome AC – EV3. V.S Vistadome Non AC D.V4. S.L Sleeper S5. C.C AC Chaircar C6. 3A Third AC B7. 3E AC Three Tier Economy M8. 2A Second AC A9. 3A Gareeb rath AC Three Tier G10. CC Gareeb rath Chaircar J11. 1A First AC H12. E.C Executive Class E13. E.A Anubhuthi Class K14. F.C First Class F15. E.V Vistadome AC E.V