ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railway: রেলস্টেশনে থাকতে চাইলে মাত্র ১০০ টাকায় রুম বুক করুন, জানুন রুম বুকিং-এর উপায়

চলুন জেনে নেওয়া যাক এই রুম বুকিং করার পদ্ধতি

Advertisement

Advertisement

ট্রেন যাত্রা প্রত্যেক ভারতীয় জন্য অত্যন্ত আরামদায়ক একটি যাত্রা এবং ভারতীয় রেলওয়ে তার যাত্রীদের অনেক ধরনের সুবিধা প্রদান করে থাকে। উৎসব এবং গ্রীষ্মের ছুটির কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য নানারকমের ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেলওয়ে যা তাদের স্বস্তি দেয়। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয় ভারতীয় রেলের যাত্রীদের। এর মধ্যে একটি বড় সুবিধা হল রেল স্টেশনে থাকার সুবিধা। তবে দুঃখের ব্যাপার হলো বেশিরভাগ যাত্রী কিন্তু এই সুবিধার কথা জানেন না এবং অনেক টাকা ভাড়া দিয়ে রেলস্টেশনের পরিবর্তে আশেপাশের কোন হোটেলে থাকেন। মাত্র ১০০ টাকায় ভাড়া দিয়ে আপনি রেল স্টেশনে থাকতে পারেন কিন্তু একটা হোটেলে থাকতে গেলে আপনাকে নূন্যতম ২ হাজার টাকা ভাড়া দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই রুম বুক করতে পারবেন।

Advertisement

খুব সস্তায় হোটেলের মতো রুম আপনি পেয়ে যাবেন রেল স্টেশনে। এগুলি হল যথাক্রমে এসি রুম এবং সেগুলি সবকটাই হোটেল রুমের মতোই। আপনার প্রয়োজনের সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন এই সমস্ত রুমে এবং রুমে বুকিং চার্জ শুরু হয় মাত্র ১০০ টাকা থেকে। সর্বাধিক ৭০০ টাকা পর্যন্ত হতে পারে এই ধরনের রুমের বুকিং চার্জ। হয়তো হোটেলের মতো অতটা ভালো রুম এটা নয়, তবে এক রাত বা দু রাত থাকার জন্য মোটামুটি ঠিকঠাক। এই রুম বুকিং করার জন্য আপনাকে রেলওয়ে ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে।

Advertisement

এর জন্য প্রথমে আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে লগইন করুন এবং তারপর মাই বুকিং অপশনে যান। সেখানে আপনার টিকিটের বুকিং এর নিচে রিটায়ারিং রুম বিকল্পটি প্রদর্শিত হবে। এখানে ক্লিক করলেই আপনি রুম বুক করার সমস্ত অপশন পেয়ে যাবেন। সেখানে আপনার ব্যক্তিগত এবং ভ্রমণের তথ্য লিখে পেমেন্ট করুন। তাহলেই আপনার রুম বুক হয়ে যাবে।

Advertisement

Recent Posts