Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian cricketer: তৃতীয় ম্যাচের আগে মহাকালের মন্দিরে পৌঁছলেন এই খেলোয়াড়রা, প্রার্থনা করলেন পন্থের জন্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতীয় দল বর্তমানে আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে নিজেদের প্রস্তুতি গ্রহণ করছে। বর্তমানে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ…

Avatar

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতীয় দল বর্তমানে আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে নিজেদের প্রস্তুতি গ্রহণ করছে। বর্তমানে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ শেষ হতে না হতেই কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এদিকে এক ম্যাচ বাকি থাকতে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করে ওডিআই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ খেলতে ইন্দোরের সবুজ গ্রাউন্ডে মাঠে নামবে বিরাট কোহলিরা।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচের পূর্বে ভারতীয় খেলোয়াড়দের এক অংশ উজ্জাইনের মন্দিরে ভাস্মরতিতে অংশ নিতে দেখা গেছে। টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ঐতিহ্যবাহী পোশাক পরে সাধারণ মানুষের মধ্যে বসে ভাস্মরতি দেখতেও লক্ষ্য করা গেছে। সোশ্যাল মিডিয়া প্রকাশিত এক ছবিতে সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবকে শিবের ভক্তিতে নিমগ্ন দেখা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরতি শেষে ভারতের সুপারস্টার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব জানিয়েছেন, ‘মহাকালের কাছে ঋষভ পন্থের দ্রুত সুস্থতা কামনা করেছি। ভারতীয় দলের জন্য তার দ্রুত প্রত্যাবর্তন একান্ত প্রয়োজন। ভারতীয় দলের জন্য একজন তারকা ক্রিকেটার ঋষভ পন্থ, তাকে ছাড়া কিছুটা হলেও শক্তি হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছি। আগামীকাল ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবো আমরা।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, গত ৩০শে ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি রয়েছে ঋষভ পন্থ।

About Author