Today Trending Newsদেশনিউজ

অ্যাপের মাধ্যমে গোটা দেশে রেশন তুলতে পারবে গ্রাহকরা, লঞ্চ হল ভারত সরকারের “Mera Ration” অ্যাপ

One Nation One Ration Card এর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারত সরকার

×
Advertisement

এবার গোটা দেশে একটি রেশন কার্ড চলবে। কি শুনে অবাক হলেন তো! হ্যাঁ এবার এমনটাই আনতে চলেছে কেন্দ্র সরকার। One Nation One Ration Card এর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারত সরকার। আগামী শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে Mera Ration নামক একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে দেশবাসী তার নিকটবর্তী রেশন দোকানে শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই তার রেশন তুলে নিতে পারবেন। এছাড়াও এই অ্যাপের সাহায্যে দেশবাসী নিকটবর্তী রেশন দোকানের সমস্ত তথ্য জানতে পারবেন এবং সেই রেশন দোকানে সেইদিনই কি দেয়া হচ্ছে তাও জানতে পারবেন।

Advertisements
Advertisement

সম্প্রতি কেন্দ্র সরকার Mera Ration নামক অ্যাপটি বানিয়েছে NIC এর হাত ধরে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা একাধিক সুবিধা পেতে চলেছে। বিশেষ করে এই অ্যাপের লাভ উপভোগ করতে পারবে পরিযায়ী শ্রমিকরা। তারা কাজের সূত্রে রাজ্যের বাইরে কোথাও গেলেও এই অ্যাপের মাধ্যমে তার রেশন তুলতে পারবে। ভারত সরকার প্রতি মাসে প্রত্যেক মানুষকে ২ কেজি চাল ও ২ কেজি গম সহ ৫ কেজি খাবার দেয়। গোটা ভারত জুড়ে রেশন ডিলারের সংখ্যা প্রায় ৫.৪ লাখ। তাই এই অ্যাপ চালু হয়ে গেলে নিজের বাড়ির বাইরে কর্মসূত্রে কোথাও থাকতে হলেও ভারতবাসীকে আর খাবারের চিন্তা করতে হবে না।

Advertisements

এই অ্যাপটি ব্যবহার করাও খুব সহজ। শুধুমাত্র নিজের রেশন নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্টার করলেই কবে কখন কত রেশন পাওয়া যাবে তা জানতে পারবে গ্রাহকরা। এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সেক্রেটারি সুধাংশ পান্ডে জানিয়েছেন, “২০১৯ সালের আগস্ট মাসে এক দেশে এক রেশন কার্ড সিস্টেম চালু হয়েছিল দেশের চারটি রাজ্যের। ২০২০ সালে এই পরিষেবা আরও বেশকিছু রাজ্যে চালু হয়। এরপর এখন আর মাত্র চারটি রাজ্যের এই পরিষেবা চালু হওয়া বাকি ছিল। এবার অসম, ছত্রিশগড়, দিল্লি ও পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই এই সিস্টেম এর অন্তর্ভুক্ত আছে ৬৯ কোটি ভারতবাসী। তারা সবাই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারছে।”

Advertisements
Advertisement

Related Articles

Back to top button