Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ravindra Jadeja: ইংল্যান্ডে ‘হনুমান’ অবতারে রবীন্দ্র জাদেজা, চূড়ান্ত পরীক্ষার আগে ঘাম ঝরাতে ব্যস্ত জাড্ডু

প্রতীক্ষার আর মাত্র কয়েকটি দিন বাকি। ইংল্যান্ডের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। গত বছর অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত ফলাফল আসতে…

Avatar

প্রতীক্ষার আর মাত্র কয়েকটি দিন বাকি। ইংল্যান্ডের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। গত বছর অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত ফলাফল আসতে চলেছে চলতি সফরে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলার উদ্দেশ্যে ইতিমধ্যে ভারতীয় দল পৌঁছে গেছে ব্রিটিশ রাজ্যে। সেখানে বর্তমানে কঠোর অনুশীলনের মতো দিয়ে সময় কাটাচ্ছেন রোহিত বাহিনী।

গতবছর বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। যেখানে প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সিরিজের শেষ ম্যাচের বল মাটিতে গড়ায়নি। অসমাপ্ত সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে বর্তমানে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে ভারতীয় দল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২০২২ আইপিএলের মধ্যভাগে চোট পেয়ে দল ছাড়া হয়েছিলেন তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তার নেতৃত্বে গ্রুপ পর্যায়ের প্রথম আটটি ম্যাচের মধ্যে ছয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল হলুদ বাহিনী।

Ravindra Jadeja: ইংল্যান্ডে ‘হনুমান’ অবতারে রবীন্দ্র জাদেজা, চূড়ান্ত পরীক্ষার আগে ঘাম ঝরাতে ব্যস্ত জাড্ডু

আইপিএলে মোট ১০ ইনিংসে সর্বসাকুল্যে মাত্র ১১৬ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। তাছাড়া বল হাতে মাত্র নিয়েছিলেন ৫ উইকেট। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করতে বদ্ধপরিকর তিনি। এই কারণে ইংরেজদের মাটিতে অঝোরে ঘাম ঝরাতে দেখা গেছে রবীন্দ্র জাদেজাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন জাদেজা, যেখানে তাকে গদা ঘাড়ে নিয়ে হনুমান অবতারে লক্ষ্য করা গেছে। রবীন্দ্র জাদেজার এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একনজরে দেখে নিন, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), কেএস ভারত (উইকেট-রক্ষক) রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।

About Author