Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতীয় ক্রিকেট দলে রদবদল!

Updated :  Friday, August 23, 2019 3:58 PM

সুরজিৎ দাস: অবশেষে জল্পনার অবসান ঘোষণা করা হলো ভারতীয় দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম। প্রত্যাশা মতোই বোলিং কোচের পদে বহাল হলেন ভরত অরুণ তার আমলেই বোলিং বিভাগে অসাধারণ সাফলতা লাভ করে টেস্ট,ওয়ানডে ও টি টোয়েন্টি তে ভারতীয় বোলিং প্রশংসার দাবী রাখে তাই বোলিং কোচ হিসেবে তার নামের পাশেই শিলমোহর পড়লো। অপরদিকে ফিল্ডিং কোচ করা হলো আর শ্রীধর কে এর আগেও তিনিই দায়িত্ব এ ছিলেন তাই তাকেই ধরে রাখলো বিসিসিআই। অপরদিকে সব জল্পনা যে বিভাগ কে নিয়ে অর্থাৎ ব্যাটিং বিভাগে ঘটলো বড়োসড়ো রদবদল বিশ্বকাপ এ ভারতের ব্যাটিং বিপর্যয় এর পর কাঠগড়ায় উঠেছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবার তাকে সরিয়ে দেওয়া হলো ব্যাটিং বিভাগ থেকে ভারতের নতুন ব্যাটিং কোচ হলেন ৫০ বছর বয়সী দেশের প্রাক্তন ব্যাটসম্যান বিক্রম রাঠোর। দেশের জার্সিতে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বিক্রমের তাই তাকেই চুড়ান্ত করলো বিসিসিআই। অপরদিকে দলের ফিজিওর পদে যোগ দিচ্ছেন নীতিন প্যাটেল। অপরদিকে দলের প্রশাসনিক ম্যানেজার এর ইন্টারভিউ নেওয়া হবে তারপর সেই পদে লোক নেওয়া হবে তবে সেই পদের জন্য সুব্রহ্মণ্যম ই বেশি এগিয়ে আছে। এখন দেখার এই নতুন ম্যানেজামেন্ট নিয়ে কি সাফলতা অর্জন করতে পারে ভারত সেটাই এখন দেখার।