রোহিতের ঝকঝকে ৮৫ রানের ইনিংসের দৌলতে সিরিজে সমতা ফেরাল ভারত

Advertisement

Advertisement

রাজকোট : শততম ম্যাচে আবার সেই পুরোনো ছন্দে পাওয়া গেলো রোহিত শর্মাকে। ৬টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৮৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন রোহিত। তারই সুবাদে বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। ভারতের অপর ওপেনার শিখর ধাওয়ান ২৭ বলে ৩১ রান করেন রোহিতকে আউট করেন আমিনুল ইসলাম।

Advertisement

বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান করেন মহম্মদ নইম(৩৬), সৌম সরকার(৩০) এবং ক্যাপ্টেন মাহমুদুল্লাহ(৩০) ভারতের হয়ে সর্বাধিক দুটি উইকেট নেন যজুবেন্দ্র চাহাল। দীপক চাহার, খলিল আহমেদ ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।

Advertisement

ম্যাচের স্কোরকার্ড

Advertisement
  • ভারত টসে জিতে ফিল্ডিং করে
  • বাংলাদেশ ১৫৩, নইম ৩৬, মাহামুদুল্লাহ ৩০, চাহাল ২-২৭
  • ভারত ১৫৪-২ রোহিত ৮৫, ধাওয়ান ৩১ আমিনুল ২-২৯
  • ভারত ৮ উইকেটে জয়ী

Recent Posts