Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Madan Mitra: ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’, প্রিয় দিদির জন্য র‌্যাপ ধরলেন মদন! আসছে নতুন গান

মদন মিত্র মানেই রাজনীতির পেজে মুচমুকচে খবর। বাংলার রাজনীতির কুল সুপারস্টার বললে কিছু কম নয়। রঙিন মেজাজের কামারহাটি বিধায়ক মদন মিত্রকে নিয়ে চর্চা কখনই কম হয় না। রাজনীতির ময়দানে তিনি…

Avatar

By

মদন মিত্র মানেই রাজনীতির পেজে মুচমুকচে খবর। বাংলার রাজনীতির কুল সুপারস্টার বললে কিছু কম নয়। রঙিন মেজাজের কামারহাটি বিধায়ক মদন মিত্রকে নিয়ে চর্চা কখনই কম হয় না। রাজনীতির ময়দানে তিনি যতটা জনপ্রিয়, ঠিক ততটাই তাঁকে নিয়ে চর্চা চলে রাজনীতির বাইরে টলিপাড়াতে। বেশিরভাগ সেলিব্রেটির প্রিয় মানুষ হলেন মদন মিত্র। মদন বাবুর মহিলা অনুগামী সংখ্যা নেহাত কম না। কখনও জিম থেকে ‘কুল’ লুকে ছবি পোস্ট করেন তো কখনী সহজ সরলভাবে নিজের মতো করে গান বাঁধেন।

টলিপাড়ায় এখন মদন বাবুর বেশ কদর। রাজ্য রাজনীতির প্রধান চরিত্র মদন বাবুকে নিয়ে জোড়া বায়োপিক তৈরী হচ্ছে। কিছুদিন আগেই মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরি করার কথা জানান পরিচালক রাজা চন্দ। শোনা গিয়েছে তাঁর পরিচালনায় এই ছবিতে মদন মিত্রর চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। মদন মিত্রর আরেকটি বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজর্ষি দে। তবে এই সিনেমাতে কে অভিনয় করবে এখনো তা জানা যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর মধ্যেই আবার নতুন গানের ভিডিও রেকর্ড করে ফেললেন কামারহাটির বিধায়ক। গত ফেব্রুয়ারিতে ভোটের আগে প্রিয় দিদির জন্য ‘ওহ লাভলি’ গান করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। পুজোর আগে ফের পুর্ননির্বাচন। দিদির হয়ে প্রচারে নেমেছেন কামারহাটির বিধায়ক মশাই। তাই এবার ‘গাল্লি বয়’-এর ধাঁচে রেকর্ড করলেন র‌্যাপ ভিডিও। শুক্রবারই নতুন গানের ভিডিও রেকর্ড করে ফেললেন কামারহাটির বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বেসরকারি সংস্থার উদ্যোগে এই গান রেকর্ড করেছিলেন মদন মিত্র।

Madan Mitra: ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’, প্রিয় দিদির জন্য র‌্যাপ ধরলেন মদন! আসছে নতুন গান

আর গানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সামনের নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর এবারের লক্ষ্য দিল্লি। প্রিয় দিদিকে উদ্দেশ্য করে ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ গানটি শুরু হয়েছে। “ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি” এমন কথায়ে হিপ হপ স্টাইলে গেয়েছেন কামারহাটির বিধায়ক। আবার গানের লিরিক্সে “মদন একটু কালারফুল ছেলে”, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার উল্লেখও রয়েছে গানে। এই নতুন গানের গ কথা ও সুর দিয়েছেন প্রীতম দে। এই গানের কথায় বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রসঙ্গও আনা হয়েছে। গানের কথাতে বলা হয়েছে “চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী।”

About Author