প্রসঙ্গত, এই ম্যাচে চোটের কারণে ব্যাট করতে পারেননি পাকিস্তানের দুই বোলার হারিস রউফ ও নাসিম শাহ। এ কারণে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফাহিম আশরাফ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ হেরে যায় পাকিস্তান দলের পক্ষে। রিজার্ভ ডে অর্থাৎ সোমবার যখন ম্যাচ শুরু হয়, তখন বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। জানা গিয়েছিল, হারিস রউফ পাঁজরের ইনজুরিতে পড়েছেন এবং তিনি ম্যাচে আর বোলিং করতে পারবেন না। একই সঙ্গে ভারতীয় ইনিংসের ৪৯ তম ওভারে কাঁধে চোট পান নাসিম শাহ। মাঠ ছাড়ার পর আর ব্যাট হাতে তিনি নামেননি। এশিয়া কাপের জরুরি ম্যাচে ব্যাট হাতে নামেননি পাকিস্তানের দুই ক্রিকেটার।A memorable victory followed by a much-deserved recovery session ahead of today’s Super 4s encounter 😃👌
Here’s a quick round-up of #TeamIndia‘s remarkable win over Pakistan in Colombo 🎥 🙌#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/h0n4yeIZbN— BCCI (@BCCI) September 12, 2023
পাকিস্তানের পড়েছিল ৮ উইকেট, তাহলে অলআউট হল কী করে? জানলে অবাক হবেন
চলতি এশিয়া কাপে রেকর্ডের পর রেকর্ড। পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জিতেছে ভারত। দুই দিন ধরে খেলা চলার পর পাওয়া গিয়েছে ফলাফল। তাও অনেকের মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছে। পাকিস্তানের তো…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?